ঢাকা, ২৮ ডিসেম্বর - মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে খুলনা টাইগার্স আর সিলেট থান্ডার। টস জিতেছেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহীম। প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ সিলেট প্রথমে ব্যাটিং করবে। দুই দলের মধ্যে বেশ ভালো অবস্থানে আছে খুলনা টাইগার্স। প্রথম তিন ম্যাচ জয়ের পর টানা দুটি হারলেও গত ম্যাচে আবারও জয়ের ধারায় ফিরেছে মুশফিকুর রহীমের দল। ৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে তারা তালিকার তিন নম্বরে। অপরদিকে ৬ ম্যাচে মাত্র ১টি জয় পেয়েছে সিলেট থান্ডার। ২ পয়েন্ট নিয়ে তালিকার ছয় নম্বরে মোসাদ্দেক হোসেন সৈকতের দল। সিলেট থান্ডার্স একাদশ আন্দ্রে ফ্লেচার, জনসন চার্লস, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, এবাদত হোসেন চৌধুরী, ক্রিসমার সান্তোকি, দেলোয়ার হোসেন, নাইম হাসান, নাজমুল ইসলাম অপু, রুয়েল মিয়া। খুলনা টাইগার্স একাদশ নাজিবুল্লাহ জাদরান, শামসুর রহমান শুভ, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম (অধিনায়ক), রাইলি রুশো, রবি ফ্রাইলিংক, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, শফিউল ইসলাম, মোহাম্মদ আমির, শহিদুল ইসলাম। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৮ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/366gf5B
December 28, 2019 at 03:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top