হায়দ্রাবাদ, ৭ ডিসেম্বর- ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে এগিয়ে গেছে ভারত। বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু শুধু জিতিয়েই সংবাদের শিরোনাম হননি। ম্যাচে নিয়েছেন মধুর প্রতিশোধও। দুই বছর আগের স্মৃতিচারণ করে ক্যারিবিয়ান পেসার কেসরিক উইলিয়ামসের বিরুদ্ধে ছক্কা হাঁকিয়ে অভিনব সেলিব্রেশন করেন ভারতীয় অধিনায়ক। ২০৭ রানের পাহাড়সম টার্গেটে রান তাড়া করতে নেমে শুরুতে ছন্দ না-থাকেলও শেষ পর্যন্ত ৯৪ রানে অপরাজিত থেকে দল জিতিয়ে মাঠ ছাড়েন কোহলি। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এটাই কোহলির ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। ম্যাচের ১৬তম ওভারে কেসরিক উইলিয়ামসকে ছক্কা হাঁকিয়ে অভিনব সেলিব্রেশন করেন কোহলি। ২ বছর আগে উইলিয়ামসের করা নোটবুক সেলিব্রেশনের নকল করে দেখান তিনি। ওভারের প্রথম বল বোলারের মাথার উপর দিয়ে চার মারেন ভারত অধিনায়ক। এর পরের বল লেগসাইডে ছক্কা মারেন। তারপরই ব্যাট ছেড়ে দিয়ে অভিনব সেলিব্রেশন করেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় কোহলির উইকেট নিয়ে নোটবুক স্টাইলে সেন্ড-অফ জানিয়েছিলেন কেসরিক। এতদিন তা মনে রেখে ফিরিয়ে দিলেন কোহলি। এদিন ম্যাচের সেরা পুরস্কার নিয়ে কোহলি বলেন, দু বছর আগে জ্যামাইকায় উইলিয়ামস আমাকে আউট করে নোটবুক সেন্ড-অফ জানিয়েছিল। সেটা আমার মনে ছিল। তবে ম্যাচের পর আমাদের মধ্যে কোনো তিক্ততা থাকে না। একে অপরকে শ্রদ্ধা করি। সূত্র: বিডি২৪লাইভ আর/০৮:১৪/০৭ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2DWVGMg
December 07, 2019 at 09:41AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top