চ্যাম্পিয়নস লিগে খেলছে ৩২ দল। এর মধ্যে একমাত্র বায়ার্ন মিউনিখ ছয় ম্যাচেই জয় পেল। বুধবার রাতে ঘরের মাঠে টটেনহ্যাম হটস্পারকে ৩-১ গোলে হারিয়েছেন তারা। এ ছাড়া গ্রুপপর্বের ছয় ম্যাচে প্রতিপক্ষের জালে সর্বোচ্চ ২৪ গোল জড়িয়েছে জার্মান ক্লাবটি। ম্যাচের ১৪ মিনিটে কিংসলি কোম্যানের গোলে লিড নেয় বায়ার্ন। তবে ২০ মিনিটে রায়ান সেসেগননের লক্ষ্যভেদে সমতায় ফেরে টটেনহ্যাম। প্রথমার্ধে বায়ার্নের সঙ্গে আক্রমণে পাল্লা দেয় স্পার্সরা। কিন্তু এ অর্ধের শেষ সময়ে থমাস মুলারের গোলে এগিয়ে যায় বাভারিয়ানরা। মূলত এখানেই খেলা থেকে ছিটকে পড়ে টটেনহ্যাম। দ্বিতীয়ার্ধে ছন্দময় ফুটবল উপহার দেয় বায়ার্ন। ৬৪ মিনিটে ফিলিপে কুতিনহোর গোলে স্কোরলাইন ৩-১ করেন তারা। বাকি সময়ে আর কেউ গোলমুখ খুলতে পারেননি। ফলে বড় জয় নিয়ে মাঠ ছাড়েন জার্মান জায়ান্টরা। দিনের অন্য ম্যাচে বেলজিয়ামের ক্লাব ব্রুগাকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৫৩ মিনিটে লস ব্লাঙ্কোদের লিড এনে দেন রদ্রিগো। তবে তাদের এ আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২ মিনিট পরই স্বাগতিকদের সমতা ফেরান হান্স ভানাকেন। অবশ্য খুব বেশি সময় সমতা ধরে রাখতে পারেনি ব্রুগা। ৬৪ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের নিশানাভেদে আবার এগিয়ে যায় রিয়াল। আর ইনজুরি টাইমে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি ঠুকেন লুকা মদ্রিচ। সূত্র : যুগান্তর এন এইচ, ১২ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/34cwWuc
December 12, 2019 at 08:00AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top