শিবগঞ্জে উগ্রবাদী বইসহ জেএমবির ৫ সদস্য আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাকলা এলাকা থেকে জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ-জেএমবি’র ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার দিবাগত রাত ১ টার তাদের আটক করা হয়।
বুধবার বেলা সাড়ে ৩ টার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর পরিচালক অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান।
আটককৃতরা হলেনÑ চাকলা গ্রামের মোঃ মর্জেম হোসেন ওরফে মোয়াজ্জেম (৩২), মোঃ রবিউল ইসলাম (৩৫), মোঃ সেলিম রেজা (৩৭), মোঃ মাহিদুর রহমান (৫২), মোঃ ফাহাদ হোসেন (২৯)।
মাহফুজুর রহমান জানান, চাকলা এলাকায় কর্মকা- জোরদার ও নাশকতার পরিকল্পনা করতে গোপন বৈঠক করছে জেএমবির সদস্যরা এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় জেএমবির পাঁচ সদস্যকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে উগ্রবাদী বই, লিফলেট ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। আটকের পর তাদের র‌্যাবের রাজশাহী কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও প্রক্রিয়া শেষে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-১২-১৯


from Chapainawabganjnews https://ift.tt/2sk7iXq

December 11, 2019 at 05:06PM
11 Dec 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top