চট্টগ্রাম, ১৮ ডিসেম্বর - চার ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে চট্টগ্রাম। অন্যদিকে টানা চার হারে টেবিলে ছয় নম্বরে সিলেট। লো স্কোরিং ম্যাচে ১২ বল বাকি থাকতেই জয়ের আনন্দ পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নিজের বোলিং নিয়ে উচ্ছ্বসিত হলেও জয়ের পর সকলে যাতে নরমাল থাকতে পারে তা নিয়ে সংবাদ সম্মেলনে নিজের অভিমত ব্যক্ত করলেন ম্যান অফ দ্য ম্যাচ হওয়া মেহেদী হাসান রানা। তিনি বলেন, জিততে পেরে আমারও খুব ভালো লাগছে। রাতের উইকেটে একটু আদ্রতা থাকে। আমি চেষ্টা করেছি আমার বোলিংয়ে যে ভেরিয়েশন আছে সেটিকে কাজে লাগাতে এবং সেটি করে আমি সফল হয়েছি। দল যখন হেরে যাচ্ছে, তখন খুব কষ্ট লাগছিল। আমরা ব্যাক টু ব্যাক ম্যাচ জিতেছে। আমাদের নরমাল থাকতে হবে। যেকোনো পরিস্থিতিতে আমাদের নরমাল খেলাটাই খেলতে চাই। তিনি আরও বলেন, আরো বেশি ভালো লাগছে আমি ম্যান অফ দ্যা ম্যাচ হতে পেরে। বোলিং করতে হলে প্রেসার একটু নিতেই হবে। তারপরও আমি সফল হতে পেরেছি সেটা দলের জন্যও ভালো। অন্যদিকে, হতাশা প্রকাশ করে সিলেট সিক্সার্সের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত বলেন, এ ম্যাচের ব্যাপারে আমরা আশাবাদী ছিলাম। হয়তো এরকম একটি ক্লোজ ম্যাচ আমাদের হাতের মধ্যে ছিল। তাছাড়া এত কম রান করে জেতার চিন্তা করাটাই ভুল। দুর্ভাগ্যবশত আমরা শেষ পর্যন্ত ম্যাচটি রাখতে পারিনি। তিনি আরও বলেন, আমরা প্রতিদিন ম্যাচে যে ভুলগুলো করেছি, আজকেও সেই ভুলগুলো করেছে। টি-টোয়েন্টি খেলাতে যদি খুব তাড়াতাড়ি উইকেট হারিয়ে ফেলি, তাহলে বড় একটা স্কোর করা খুবই কষ্টকর হয়ে যায়। এই ধরনের উইকেটে ১৩০ রান করে ম্যাচ জেতার চিন্তা করাটাই ভুল। আমাদের ব্যাটিং নিয়ে আরও চিন্তা করা উচিৎ এবং সবাইকে দায়িত্বে নিয়ে খেলা উচিৎ। জনসনকে ছয় নম্বরে ব্যাটিংয়ে পাঠানো বিষয়ে তিনি বলেন, আমাদের টিমের দিকে তাকালে লক্ষ্য করবেন শেষের দিকে আমাদরে কোনো ব্যাটসম্যান নেই, যে চাইলেই ছয় মারতে পারবে। সেজন্যই বিষয়টি চিন্তা করে জনসনকে নিচে নামানো হয়েছে। তবে এমন না যে, এটা জোর করে করা হয়েছে। তার সাথে কথা বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর এন এইচ, ১৮ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2sEvSlE
December 18, 2019 at 07:21AM
18 Dec 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top