ঢাকা, ২৮ ডিসেম্বর- এ মুহূর্তে ক্রিকেটের আলোচিত ঘটনার একটি বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে কথার লড়াই। এখন পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড-ই (পিসিবি) এ লড়াইয়ে এগিয়ে। পাকিস্তানের টেস্ট অধিনায়ক আজহার আলী, কোচ মিসবাহ উল হক এবং পিসিবি চেয়ারম্যান এহসান মানি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সমালোচনা করে মিডিয়ায় বক্তব্য দিয়েছেন। খোঁচা দিয়েছেন সাবেক দুই পাকিস্তান ক্রিকেটার রশিদ খান এবং জাভেদ মিয়াদাঁদ। যদিও পিসিবি কর্মকর্তাদের কড়া জবাব দেননি বিসিবি কর্মকর্তারা। কথার লড়াইয়ে না নেমে নিজেদের অবস্থান ব্যাখ্যা করাকেই সমীচীন মনে করেছে বিসিবি। পিসিবি কর্মকর্তাদের এতেও বোধোদয় হয়নি। উল্টো বিসিবির কাছে টেস্ট খেলতে না চাওয়ার ব্যাখ্যা দাবি করেছেন। বৃহস্পতিবার ই-মেইলে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে পাকিস্তানের ডন পত্রিকায় লেখা হয়েছে। পিসিবির মেইল পাওয়ার বিষয়টি গতকাল নিশ্চিত করেছেন বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী। ২০২০ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে তিন ম্যাচ টি২০ ও দুই টেস্টের সিরিজ খেলতে পাকিস্তান যাওয়ার কথা বাংলাদেশের। বিসিবি আপাতত টি২০ খেলে পাকিস্তানের পরিস্থিতি বুঝতে চায়। পরে সময়-সুযোগ করে টেস্ট সিরিজ খেলতে যাওয়ার পরিকল্পনা বাংলাদেশের। কিন্তু পিসিবি চায় টি২০ এবং টেস্ট সিরিজ একসঙ্গে খেলতে। সে ক্ষেত্রে বিসিবির অবস্থান হলো টি২০ পাকিস্তানে, টেস্ট নিরপেক্ষ ভেন্যুতে খেলা। বিসিবির এই প্রস্তাব মেনে নিতে পারছে না পিসিবি। বরং আইসিসিতে নালিশ করার হুমকি দিয়ে রেখেছেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি। তিনি আরও বলেছেন, পাকিস্তান দল নিরপেক্ষ ভেন্যুতে আর কোনো সিরিজ খেলবে না। এক সময়ের আইসিসি সভাপতির এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্যে হাতাশা ব্যক্ত করেন বিসিবি কর্মকর্তারা। গতকাল ডন অনলাইনে পিসিবির এক কর্মকর্তার বরাত দিয়ে লেখা হয়েছে, গত মঙ্গলবার বিসিবির মেইল পেয়ে বৃহস্পতিবার ব্যাখ্যা চেয়ে পাল্টা মেইল করেছে পিসিবি। এ ব্যাপারে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, আমরা পিসিবির মেইল পেয়েছি। তারা টেস্ট না খেলতে চাওয়ার ব্যাখ্যা দাবি করেছে। আমরা আলোচনা করে ব্যাখ্যা জানিয়ে দেব। পিসিবির ওই কর্মকর্তা বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে ধাপে ধাপে এগিয়েছে পাকিস্তান। বিশ্ব একাদশের ম্যাচ করেছেন। শ্রীলংকা দলের টেস্ট সিরিজ খেলার বিষয়টিও টেনে এনেছেন তিনি। টেস্ট খেলা দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ মনে করেন ওই কর্মকর্তা। অথচ একদিন আগে বৃহস্পতিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নানাভাবে বোঝাতে চেষ্টা করেছেন, বাংলাদেশের পরিস্থিতি পিসিবির বোঝা উচিত। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং নিরাপত্তা পর্যবেক্ষক দলের চাওয়া, প্রথম ধাপে টি২০ খেলা। আত্মবিশ্বাস পেলে পরে টেস্টের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। সূত্র: সমকাল আর/০৮:১৪/২৮ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2rDAvMU
December 28, 2019 at 09:16AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top