ইসলামাবাদ, ০১ ডিসেম্বর- পাকিস্তানি পেসার হাসান আলি এবং ইনজুরি- এ বিষয় দুইটি যেনো সমার্থক হয়ে দাঁড়াচ্ছে। উইকেট নেয়ার পর উদযাপন করতে গিয়ে ইনজুরিতে পড়ে ক্রিকেট বিশ্বের ট্রলের শিকার হয়েছিলেন তিনি। তা কাটিয়ে মাঠে ফিরেছেন বেশ ভালোভাবেই। তার মাঠের পারফরম্যান্স নিয়ে কারও কোনো সন্দেহ থাকার উপায় নেই। কিন্তু বারবার ইনজুরিতে পড়া এবং ইনজুরিতে পড়ার ধরনগুলোই বেশ অদ্ভুত। এই যেমন সাত সপ্তাহ ইনজুরিতে বাইরে থাকার পর মাঠে ফিরেছেন, প্রস্তুতি নিচ্ছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে মাঠে নামার জন্য। কিন্তু কিসের কী! মাঠে ফেরার পরদিনই আবার ছয় সপ্তাহের জন্য ছিটকে গেছেন এ ডানহাতি পেসার। পিঠের ইনজুরির কারণে দলের সঙ্গে অস্ট্রেলিয়া যেতে পারেননি হাসান আলি। প্রায় সাত সপ্তাহর রিহ্যাব প্রক্রিয়া শেষ করে মাঠে ফিরেছিলেন গতকালই (শুক্রবার)। আর আজ (শনিবার) খবর এলো, পাজরে চিড় ধরা পড়ায় আবারও ছয় সপ্তাহের জন্য ছিটকে গেছেন তিনি। যার ফলে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের সিরিজেও খেলতে পারবেন না পাকিস্তানের অন্যতম সেরা এ পেসার। হাসান আলির ইনজুরির খবর নিশ্চিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র বলেন, নতুন সিটি স্ক্যান রিপোর্টে দেখা গেছে তার পাজরে বেশ কয়েক জায়গায় চিড় রয়েছে। ডানপাশের নবম হাড় এবং বামপাশে অষ্টম ও নবম হাড়ে ফাটল আছে। এসব চিড় সারতে অন্তত ৬ সপ্তাহ সময় লাগবে। আগামী সোমবার থেকে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব প্রক্রিয়া শুরু করবে সে। পাকিস্তানের হয়ে সবশেষ জুন মাসে বিশ্বকাপে খেলেছেন হাসান আলি। এরপর সেপ্টেম্বরের কায়েদে আজম ট্রফিতেও ছিলেন তিনি। তারপর ইনজুরিতে পড়ে যান ছিটকে যান প্রায় দুই মাসের জন্য। গত সপ্তাহের মাঝামাঝি সময়ে কায়েদে আজম ট্রফির শেষ দুই রাউন্ড খেলার অনুমতি দেয়া হয়েছিল তাকে। কিন্তু অনুশীলনে ফিরেই পাজরের ইনজুরিতে পড়লেন তিনি। ২০১৭ সালের মে মাসে টেস্ট অভিষেক হয়েছিল ডানহাতি এ পেসারের। চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ৯ টেস্টে মাত্র ২৮.৯০ গড়ে ৩১ উইকেট ঝুলিতে পুরেছেন তিনি। এছাড়া ৫৩ ওয়ানডে ৮২ ও ৩০ টি-টোয়েন্টিতে ৩৫ উইকেট শিকার করেছেন হাসান আলি। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০১ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/37SU308
December 01, 2019 at 03:52AM
01 Dec 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top