ঢাকা, ২৭ ডিসেম্বর - টানা চার হারের পর আগের ম্যাচেই বঙ্গবন্ধু বিপিএলে প্রথম জয় পায় রংপুর রেঞ্জার্স। এই জয়ের পর দলে শেন ওয়াটসন যোগ দেওয়ায় আত্মবিশ্বাসের পারদ তো একটু চড়েছিলই। তবে অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে উড়িয়ে এনেও ভাগ্য বদলায়নি রংপুরের। শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের কাছে ৫২ রানে হেরে গেছে তারা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুশফিকুর রহিমের হাফসেঞ্চুরিতে ২০ ওভারে খুলনা ৭ উইকেটে তোলে ১৮২ রান। কঠিন এই লক্ষ্যের সামনে দাঁড়াতেই পারেনি রংপুর। ব্যাটিং ব্যর্থতায় ৯ উইকেটে করতে পারে ১৩০ রান। এতে দুই ম্যাচ পর জয়ের দেখা পেলো খুলনা। এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম। দলের বিপদে আবারও বুক চিতিয়ে দাঁড়িয়ে যান তিনি। ২৩ রানে ২ উইকেট হারানো খুলনাকে টেনে তুলে বড় স্কোরের ভিত গড়ে দেন এই উইকেটকিপার। ওপেনারের ভূমিকায় মেহেদী হাসান মিরাজ ৭ বলে ১২ করে ফিরে যান। তাকে আউট করে মোস্তাফিজুর রহমান পরের বলেই রাইলি রুশোকে (০) ফিরিয়ে জাগিয়েছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনা। ওই জায়গা থেকে হাল ধরেন মুশফিক। নাজমুল হোসেন শান্ত (৩০) ও শামসুর রহমানকে (১৩) নিয়ে প্রাথমিক চাপ কাটিয়ে আক্রমণাত্মক ব্যাটিংয়ে বাড়িয়ে নেন দলের রান। যোগ্য সঙ্গ পেয়েছেন নাজিবউল্লাহ জাদরানের কাছ থেকে। পঞ্চম উইকেট জুটিতে তারা যোগ করেন গুরুত্বপূর্ণ ৮২ রান। নাজিবউল্লাহ ২৬ বলে ৬ চার ও ১ ছয়ে ৪১ রান করে হাফসেঞ্চুরি মিস করলেও মুশফিক তা করেননি । আগের দুই ম্যাচের ব্যর্থতা ঘুচিয়ে খেলেন ৫৯ রানের ইনিংস। ৪৮ বলের ইনিংসটি সাজান ৪ বাউন্ডারি ও ২ ছক্কায়। বল হাতে দারুণ দিন ম্যাচ গেছে মোস্তাফিজের। ৪ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন বাঁহাতি পেসার। লুইস গ্রেগরি ৩৬ রান খরচায় পেয়েছেন ২ উইকেট। ১৮৩ রানের লক্ষ্যে শুরুতেই বিদায় নেন ওয়াটসন। রংপুরে যোগ দিয়ে অধিনায়কের দায়িত্ব পাওয়া অস্ট্রেলিয়ান ক্রিকেটার মোটেও সুবিধা করতে পারেননি। রবি ফ্রাইলিঙ্কের শিকার হওয়ার আগে ১০ বলে করেন ৫ রান। আরেক ওপেনার মোহাম্মদ নাঈম ও ক্যামেরন ডেলপোর্ট আশা জাগিয়েও পারেননি। নাঈম ২০ ও ডেলপোর্ট ফেরেন ৯ রানে। ৪২ রানে ৩ উইকেট হারানো রংপুর আর ঘুরে দাঁড়াতে পারেনি। গ্রেগরি ২৬ বলে ৩৪ রান করে খানিক সময়ের জন্য ঝড় তুললেও তাতে লাভ হয়নি। রংপুরের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে দুই অঙ্কের ঘরে গেছেন সাদমান ইসলাম (১৬)। বলতে গেলে রংপুরকে একাই ধসিয়ে দিয়েছেন শহীদুল ইসলাম। খুলনা পেসার ৪ ওভারে ২৩ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট। তানভীর ইসলাম ২৯ রান খরচায় নেন ২ উইকেট। সূত্র : বাংলা ট্রিবিউন এন এইচ, ২৭ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/353D2NS
December 27, 2019 at 06:18PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন