ইসলামাবাদ, ২৯ ডিসেম্বর- পাকিস্তানের ক্রিকেটে তিনি নতুন করে আলোচনায় উঠে এসেছেন। তবে এখন আর তিনি খেলেন না। তিনি খেলে ছেড়েছেন বহুদিন হয়েছে। তবুও যেন তিনি পাকিস্তানের ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছেন। আর তাকে নতুন করে প্রচারের আলোয় নিয়ে এসেছেন শোয়েব আখতার। তিনিই একটি অনুষ্ঠানে বলেন, হিন্দু বলেই পাকিস্তানের জাতীয় দলে বঞ্চনার শিকার হতে হয়েছিল দানিশ কানেরিয়াকে। হিন্দু বলেই সতীর্থদের অনেকে তার সঙ্গে এক টেবিলে বসে খাবার খেতে চাইতেন না। আখতারের প্রতিটি দাবিকে সমর্থন জানিয়েছেন কানেরিয়া। আর তারপর থেকেই জল্পনা শুরু হয়েছে পাকিস্তানের ক্রিকেটে। দানিশ কানেরিয়ার ঘটনা এখন আর পাকিস্তানের গণ্ডিতে আটকে নেই। সারা বিশ্বে আলোচনা হচ্ছে পাকিস্তান ক্রিকেটের এই বৈষম্য নিয়ে। যদিও পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক শোয়েব আখতারের এমন দাবি খারিজ করেছেন। তবে দানিশ কানেরিয়াকে নজিরবিহীন আক্রমণ করেছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদও। এদিকে, কানেরিয়াও চুপ করে নেই। তিনি এবার ইউটিউব চ্যানেলের মাধ্যমে মনের কথা খোলাখুলি বললেন। পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার এদিন জয় শ্রী রাম ধ্বনি দিয়ে ভিডিও শেয়ার করেছেন। আর সেখানেই ফিক্সিং কাণ্ডে তার নাম জড়ানো নিয়ে অনেক কথাই বলেছেন। কানেরিয়ার দাবি, তিনি পাকিস্তানের সঙ্গে বেইমানি করেননি। তিনি এমনও দাবি করেছেন, যারা ফিক্সিং কাণ্ডে সরাসরি জড়িয়েছিল তাদের অনেকেই এখন পাকিস্তানের জাতীয় দল ও ক্রিকেট বোর্ডে রয়েছেন। কানেরিয়া বলেছেন, আমার উপার্জনের কোনও রাস্তা নেই। আমার হাত-পা কেটে দেওয়া হয়েছে। খুব খারাপ অবস্থায় আছি এমনিতেই। এরপর ওরা কী চায়! আমি নিজেকে শেষ করে ফেলি! সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/০৮:১৪/২৯ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2siMUGt
December 29, 2019 at 08:54AM
29 Dec 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top