লাহোর, ০৬ ডিসেম্বর - বাজে পারফরম্যান্সের কারণে নেতৃত্ব থেকে সরফরাজ আহমেদকে সরিয়ে অস্ট্রেলিয়া সফরের আগে পাকিস্তানের অধিনায়ক করা হয় আজহার আলীকে। অথচ এই আজহারের নেতৃত্বে অস্ট্রেলিয়া সফরে দুই টেস্টে ইনিংস ব্যবধানে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। অস্ট্রেলিয়ার মাঠে বাজে পারফরম্যান্সের কারণে গুঞ্জন উঠেছে আজহার আলীকে পাকিস্তানের টেস্ট দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হতে পারে। অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে শুক্রবার লাহোরে সংবাদ সম্মেলনে আজহার আলী বলেন, অস্ট্রেলিয়া সফরে ভাগ্য ফেবার করেনি। আমি নিজেও ব্যক্তিগতভাবে ভালো পারফরম্যান্স করতে পারিনি। বাজে পারফরম্যান্সের জন্য যদি অধিনায়কত্ব হারাতে হয় তাহলে কোনো সমস্যা নেই। এতে আমি ভয় করি না। আমি আমার পরিকল্পনা অনুসারে খেলার চেষ্টা করব। ৩৪ বছর বয়সী পাকিস্তানের এ অধিনায়ক আরও বলেন, আমরা পুরো প্রস্তুতি নিয়েই অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলাম। অস্ট্রেলিয়ার মাঠে ইনিংস ব্যবধানে সিরিজ হেরে যাওয়ায় আমরা হতাশ। এই সফরে আমরা তরুণ বোলারদের সুযোগ দিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যক্রমে তারা প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি। শুধু তাই নয়, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ছাড়া অন্যরা ভালো ব্যাটিং করতে পারেনি। সূত্র : যুগান্তর এন এইচ, ০৬ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/34V4vC9
December 06, 2019 at 03:07PM
06 Dec 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top