ঢাকা, ০৯ ডিসেম্বর - প্রিয় শিল্পীর প্রতি ভক্তদের আগ্রহ সব সময়ই বেশি। অভিনেতা-অভিনেত্রীদের অনুসরণ করার চেষ্টাও করে থাকে সাধারণ মানুষজন। আর এই সুযোগটা কাজে লাগাতে চায় কিছু অসাধু মানুষজন। সম্প্রতি ফেসবুকে থাই অনলাইন শপ ব্যাংকক নামে একটি অনলাইন প্রতিষ্ঠান কয়েকজন অভিনেত্রীর নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার ফাঁদ পেতেছে। যা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে চলছে সমালোচনার ঝড়। ওজন কমানোর এই ওষুধের বিজ্ঞাপনে এই প্রতিষ্ঠানটির দাবি, চিত্রনায়িকা নিপুণ তাদের ওষুধ খেয়ে ওজন কমিয়েছেন। এছাড়াও তারা দাবি করছেন, জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও রুমানা রশিদ ঈশিতাও নাকি তাদের ওষুধ খেয়েছেন। ঈশিতা এরই মধ্যে বিষয়টি নিয়ে কথা বলেছেন। তার ভাষ্য, এটা ভুয়া। আপনারা এটা মোটেও বিশ্বাস করবেন না। এবার এ বিষয়ে চিত্রনায়িকা নিপুণ বলেন, এটি ভুয়া, আমি তাদের কোনো প্রোডাক্ট ব্যবহার করিনি। তারা মিথ্যে বলে মানুষকে ঠকাচ্ছেন। আমি সবাইকে বলবো, এদের ফাঁদে পা দেবেন না। তিনি আরও বলেন, অনুমতি না নিয়ে একজন মানুষের ছবি ও নাম উল্লেখ করে প্রচারণা চালানো অপরাধ। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এদের প্রতারণার ফাঁদ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে হবে। এন এইচ, ০৯ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PsU8yV
December 09, 2019 at 09:09AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top