করাচি, ২২ ডিসেম্বর - এমন ঘটনা টেস্ট ক্রিকেটে একবারই ঘটেছিল। ২০০৭ সালে মিরপুর টেস্টে বাংলাদেশের বিপক্ষে এক ইনিংসে ভারতের শীর্ষ ৪ ব্যাটসম্যানই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এতদিন পর্যন্ত এই লজ্জায় চাপা পড়ে ছিল বাংলাদেশ। এবার টাইগাররা অংশীদার হিসেবে পেল শ্রীলঙ্কাকে। করাচিতে লঙ্কানদের বিপক্ষে টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের শীর্ষ ৪ ব্যাটসম্যানই তুলে নিয়েছেন সেঞ্চুরি। টেস্ট ইতিহাসে দ্বিতীয়বারের মতো ঘটলো এমন ঘটনা। বাংলাদেশের বিপক্ষে ওই টেস্টে ভারতের দিনেশ কার্তিক ১২৯, ওয়াসিম জাফর ১৩৮, রাহুল দ্রাবিড়ের ১২৯ রানের পর শচীন টেন্ডুলকার করেছিলেন অপরাজিত ১২২ রান। তাতে মাত্র ৩ উইকেট হারিয়েই ভারত ৬১০ রান তুলে ঘোষণা করে ইনিংস। করাচি টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ঠিক একইভাবে লঙ্কান বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলায় মেতেছেন পাকিস্তানি ব্যাটসম্যানরা। দুই ওপেনার শান মাসুদ আর আবিদ আলি উদ্বোধনী জুটিতেই তুলেন ২৭৮ রান। শান মাসুদ ১৩৫ আর আবিদ আলি আউট হন ১৭৪ রান করে। এরপর সফরকারিদের কচুকাটা শুরু করেন আজহার আলি আর বাবর আজম। প্রথমে আজহার সেঞ্চুরি তুলে নেন, পরে বাবরও। ১১৮ রান করে আজহার অবশ্য স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েছেন। কিন্তু বাবর আজম সেঞ্চুরি তুলে ১০০ রানে অপরাজিত আছেন এখনও। তাতে ৩ উইকেটে ৫৫৫ রানের পাহাড় গড়ে চতুর্থ দিনের লাঞ্চ বিরতিতে গেছে পাকিস্তান। ইতিমধ্যেই তাদের লিড ৪৭৫ রানের। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২২ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/36ZZx7O
December 22, 2019 at 08:44AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন