ইসলামাবাদ, ২৭ ডিসেম্বর - পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদ বলেছেন, ভারত তাদের নিজেদের জনগণের সঙ্গেই লড়াই করছে। ভারত আর নিরাপদ নয়, আইসিসির উচিত সেখানে খেলা বন্ধ করা। পাকিস্তানের সাবেক এ অধিনায়ক আরও বলেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) উদ্দেশ্যে বলব, দয়া করে সব দেশকে ভারত সফরে যেতে বারণ করুন। এখন আমরা সবাই দেখব, আইসিসি কতটা ন্যায়বিচার দেখাতে পারে। পাকিস্তানের সাবেক অধিনায়ক আরও বলেন, ভারত নিজেদের সঙ্গেই লড়াই করছে। দেখুন সেখানে কি ঘটছে! অবশ্যই এই বিষয়ে পদক্ষেপ নেয়া উচিত। প্রসঙ্গত, ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল মুম্বাই, কলকাতা, দিল্লিসহ দেশটির বিভিন্ন শহর ও প্রদেশ। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের বিভিন্নস্থানে ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দফায় দফায় পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। নাগরিকত্ব আইন অনুযায়ী, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ২০১৫ সালের আগে ভারতে আসা হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি ও জৈন শরণার্থীরা ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। সমালোচকদের আশঙ্কা এই আইন ও এনআরসির যৌথ প্রয়োগে উপযুক্ত নথি না থাকা মুসলিমদের এই দেশ থেকে তাড়ানোর চেষ্টা করা হতে পারে। সূত্র : যুগান্তর এন এইচ, ২৭ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/356Wnhv
December 27, 2019 at 05:49PM
27 Dec 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top