ঢাকা, ২ ডিসেম্বর- কোনো তর্ক ছাড়াই বিপিএলের ইতিহাসের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি যে দলেই গিয়েছেন সেখানেই স্বর্ণ তুলে এনেছেন। প্রথম দুই আসরে পরপর শিরোপা জিতেছেন ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে। এরপর হ্যাটট্রিক শিরোপা জিতেছেন কুমিল্লার হয়ে, তারপর শিরোপার স্বাদ পাইয়ে দিয়েছেন রংপুর রাইডার্সকে। এবার মাশরাফি খেলছেন ঢাকা প্লাটুনসের হয়ে, বলাই বাহুল্য এখানে তিনিই অধিনায়ক। মাশরাফির নেতৃত্বে একঝাঁক তারকা ক্রিকেটার নিয়ে তৃতীয় শিরোপা জিততে মুখিয়ে আছে ঢাকা। ঢাকা প্লাটু্নের খেলোয়াড় তালিকা: তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদী হাসান, আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম, রকিবুল হাসান ও জাকির আলী। শহীদ আফ্রিদি, থিসেরা পেরেরা, ওয়াহাব রিয়াজ, ররি ইভান্স, আসিফ আলি ও লুইস ক্রিস। সূত্র: বিডি২৪লাইভ আর/০৮:১৪/০২ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2L9jiBq
December 02, 2019 at 04:52AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top