চাঁপাইনবাবগঞ্জ শহরের আজাইপুর কাজীপাড়া এলাকা থেকে রবিবার ২শ’ ৫০ পিস এ্যাম্পল ইঞ্জেকশনসহ ১ জনকে আটক করেছে র্যাব। আটককৃত ব্যক্তি আজাইপুর মাঝপাড়া’র শিষ মোহাম্মদেও ছেলে গোলাম মোর্শেদ (৪৫)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে র্যাবে একটি দল শহরের আজাইপুর কাজীপাড়া’র নাঈম বাসুনালয় তামা কাসা ও পিতলের দোকানের সামনে অভিযান চালায়। অভিযানে ২শ’ ৫০ পিস এ্যাম্পল ইঞ্জেকশনসহ মোর্শেদকে আটক করা হয়। উদ্ধারকৃত এ্যাম্পল ইঞ্জেকশন অনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-১২-১৯
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে র্যাবে একটি দল শহরের আজাইপুর কাজীপাড়া’র নাঈম বাসুনালয় তামা কাসা ও পিতলের দোকানের সামনে অভিযান চালায়। অভিযানে ২শ’ ৫০ পিস এ্যাম্পল ইঞ্জেকশনসহ মোর্শেদকে আটক করা হয়। উদ্ধারকৃত এ্যাম্পল ইঞ্জেকশন অনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-১২-১৯
from Chapainawabganjnews https://ift.tt/2Pnn7Ex
December 08, 2019 at 08:17PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন