ঢাকা, ০৯ ডিসেম্বর - রোববার হোম অব ক্রিকেট মিরপুরে হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসরের বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠান। এর প্রধান আকর্ষণ ছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। সঙ্গে ছিলেন শিলা কা জওয়ানি ক্যাটরিনা কাইফ। দুজনই মঞ্চে পারফর্ম করেন। তবে সবচেয়ে বেশি নজর কাড়েন সালমান। পারফরম্যান্স শেষে দর্শকদের উদ্দেশে বাংলা ভাষায় কথা বলেন তিনি। স্বভাবতই সবার হৃদয় ও মন জয় করেন সল্লু। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন সালমান। বাংলাদেশের মানুষ তাকে অনেক ভালোবাসেন। এজন্যই তিনি তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন বলে মত দেন বলিউড তারকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের আসরের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু বিপিএল। স্বাভাবিকভাবেই বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান সালমান। বাংলাদেশের স্থপতিকে নিয়ে স্বল্প পরিসরে আলোচনাও করেন তিনি। বলিউড ভাইজান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এটা জন্মশত বার্ষিকী। তিনি বাংলাদেশ সৃষ্টি করেছেন। উনি এদেশের জাতির পিতা। আমি বঙ্গবন্ধুজিকে অনেক ভালোবাসি। এ মহান নেতার জন্মের শত বছরে সমগ্র বাঙালি জাতিকে স্বাগত জানাই। সবশেষে সালমান বলেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সঙ্গে কণ্ঠ মেলান ক্যাটরিনাও। এসময় মাঠে উপস্থিত দর্শকরাও তাদের সঙ্গে সমস্বরে বলে ওঠেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সূত্র : যুগান্তর এন এইচ, ০৯ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2P0RiSW
December 09, 2019 at 07:44AM
09 Dec 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top