দিসপুর, ১৫ ডিসেম্বর - ভারতে বাড়তে থাকা উত্তপ্ত পরিস্থিতি এবং একের পর এক নেতা-মন্ত্রীর দল ছাড়ার ঘটনায় সমর্থন প্রত্যাহারের পর এবার নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএবি) বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আসামে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শরিক দল আসাম গণপরিষদ। বুধবার দেশটির সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল পাশের সময় পূর্ণ সমর্থন জানিয়েছিল বিজেপির জোটসঙ্গী আসাম গণপরিষদ। কিন্তু বৃহস্পতিবারের পর থেকে আসামের বিভিন্ন অঞ্চলে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর আসামে বিজেপির এই শরিক দল ১৮০ ডিগ্রি ঘুরে যেতে বাধ্য হল বলে মনে করছেন দেশটির রাজনৈতিক বিশেষজ্ঞরা। রাজ্যের উদ্ভূত পরিস্থিতিতে শনিবার আসাম গণপরিষদের শীর্ষ নেতারা উচ্চপর্যায়ের বৈঠকে বসেন। বৈঠকে নতুন নাগরিকত্ব সংশোধনী আইনের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে এই আইনের বিরুদ্ধে দেশটির শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। আসাম গণপরিষদের নেতারা দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে স্বাক্ষাতের পরিকল্পনা করেছেন। আসামের বর্ষীয়ান বিজেপি নেতা ও আসাম পেট্রোকেমিকেল লিমিটেডের চেয়ারম্যান জগদীশ ভুঁইয়া বিতর্কিত এই নাগরিকত্ব আইন সংসদে পাসের প্রতিবাদে শুক্রবার দল থেকে পদত্যাগ করেছেন। তার আগের দিন বৃহস্পতিবার আসামের সুপারস্টার যতীন বরা বিজেপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ২০১৪ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। তিনি বলেন, আমি সিএবি সমর্থন করি না। আসামের সাধারণ মানুষই আমাকে যতীন বরা করে তুলেছেন। এ বিষয়ে আমি তাদের সঙ্গে রয়েছি। কিছু দিন আগে রবি শর্মা নামে আসামের অন্য এক অভিনেতাও এই একই ইস্যুতে বিজেপি থেকে পদত্যাগ করেন। এন এইচ, ১৫ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/36GmA7H
December 15, 2019 at 10:14AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন