কলকাতা, ১৬ ডিসেম্বর - রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসছে একের পর এক বিক্ষোভের ঘটনা। এবার সেই পরিস্থিতি নিয়ে মুখ খুললেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। রবিবার তিনি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। এদিন তিনি বলেন, উনি রাজ্যের প্রশাসনিক প্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রী। উনি ছাড়া কে ব্যবস্থা নেবে? মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করার পর বরং বলুন যে উনি এই পরিস্থিতি সামলাতে পারছে না। রাজ্যের এই পরিস্থিতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছেন তিনি। বলেছেন, বিক্ষোভকে নিয়ন্ত্রণে রাখার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু উনি সেই কাজ করতে ব্যর্থ হচ্ছেন। উনি হুমকি দিচ্ছেন যে উনি ব্যবস্থা নেবেন। উনি রাজ্যের প্রশাসনিক প্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রী। উনি ছাড়া কে ব্যবস্থা নেবে? মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করার পর বরং বলুন যে উনি এই পরিস্থিতি সামলাতে পারছে না। আর ভুলভাল কথা বলে যাচ্ছেন নাগরিকত্ব আইন নিয়ে। ওনার কোনও এখতিয়ারই নেই এ ব্যাপারে কথা বলার। সংবিধানে সেই ক্ষমতা ওনাকে দেওয়া হয়নি। এর আগে অশান্তি বন্ধ করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গুলি চালানোর নির্দেশ দিতে বলেন বিজেপি নেতা রাহুল সিনহা। এ খবর দিয়েছে কলকাতা২৪। তিনি মন্তব্য করেন, যে অশান্তির ঘটনা ঘটছে তাতে বিজেপির বসে বসে প্রচার হবে। অনুকূলে হাওয়া আসবে। কিন্তু এভাবে আমরা রাজনৈতিক ফায়দা চাই না। তিনি আরও বলেন, যে ঘটনা ঘটছে তার জন্য মুখ্যমন্ত্রী কড়া বিবৃতি দিন। মুখ্যমন্ত্রী এই আন্দোলন বন্ধ করার জন্য দেখামাত্র গুলির আদেশ দিন। রাজ্য সরকার পরিস্থিতি সামলাতে না পারলে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার হুঁশিয়ারিও দেন। তিনি বলেন, আমরা নির্বাচিত সরকারকে ফেলতে চাই না। কিন্তু এই অগ্নিগর্ভ অবস্থা যদি আর কয়েকদিন চলে, তবে রাষ্ট্রপতি শাসন ছাড়া উপায় নেই। ২০২০ শুরুতেই বিদায় নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এন এইচ, ১৬ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/38GoqqT
December 16, 2019 at 04:58AM
16 Dec 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top