কাঠমুন্ডু, ০৪ ডিসেম্বর - চলতি সাউথ এশিয়ান গেমসে ফেবারিটের তকমা নিয়েই খেলতে গিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম দুই ম্যাচে তারা খেলেছেও ফেবারিটের মতোই। মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটে জয়ের পর আজ (বুধবার) স্বাগতিক নেপালকে ১০ উইকেটে হারিয়ে দিয়েছে সালমা খাতুনের দল। টস হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র ৫০ রানে অলআউট হয়ে যায় নেপাল। অভিষিক্ত রাবেয়া খান নেন ৪টি উইকেট। জবাবে মাত্র ৭.৪ ওভারেই কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে গেছে বাংলাদেশ। দলের পক্ষে দুই ওপেনার আয়েশা রহমান ২২ বলে ২৬ ( ৩ চার ও ১ ছক্কা) এবং মুরশিদা খাতুন ২৪ বলে ২৩ (৪ চার) রান করেছেন। ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন রাবেয়া। এর আগে অভিষেক ম্যাচেই রাবেয়া খান দিয়েছেন নিজের যোগ্যতার প্রমাণ। তার একার বোলিংয়েই মূলত গুঁড়িয়ে গেছে নেপাল। অলআউট হয়ে গেছে মাত্র ৫০ রানে। প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা রাবেয়ার বোলিং ফিগার ৪-২-৮-৪। নিজের ২৪ বলের স্পেলে রান দেননি ২০টি বলেই, মেইডেন নিয়েছেন ২ ওভার। মাত্র ৮ রান খরচায় সাজঘরে পাঠিয়েছেন ৪ জন নেপালি ব্যাটসম্যানকে। রাবেয়ার এই ভেলকির আগে অবশ্য গতির ঝড় তুলেছিলেন জাহানারা আলম। পুরো ৪ ওভার করতে পারেননি। তবে ৩ ওভারের প্রথম স্পেলে এক মেইডেনের সহায়তায় মাত্র ২ রান খরচায় নিয়েছেন ২টি উইকেট। দুই ওপেনারকে সরাসরি বোল্ড করে সাজঘরে পাঠিয়েছেন তিনি। এছাড়া কিপটে বোলিং করেছেন বাকি সবাই। অধিনায়ক সালমা খাতুন ৪ ওভারে ১০ রানে ১ উইকেট, ফাহিমা খাতুন ৪ ওভারে ৮ রানে ১ উইকেট ও নাহিদা আকতার ২.২ ওভারে ১০ রানে নিয়েছেন ১টি উইকেট। বাংলাদেশি বোলারদের এমন বোলিংয়ের বিপরীতে ১৯.২ ওভারে ৫০ রানেই গুটিয়ে গেছে নেপাল। দলের পক্ষে সর্বোচ্চ ১৩ রান করেছেন অধিনায়ক রুবিনা ছেত্রি। এছাড়া দুই অঙ্ক ছুঁয়েছেন সনু খাড়কা (১২) ও ইন্দু ভার্মা (১০)। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৪ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/34OW6QC
December 04, 2019 at 06:54AM
04 Dec 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top