কাঠমাণ্ডু, ০৩ ডিসেম্বর- দক্ষিণ এশিয়ান গেমসের তৃতীয় দিনে (মঙ্গলবার) কারাতে ইভেন্টে বাজিমাত করছেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। এরই মধ্যে তিনটি স্বর্ণ পদক জিতে নিয়েছেন কারাতেকারা। মোহাম্মদ আল আমিন হোসেন ও মারজানা আক্তার পিয়ার পর কারাতে ইভেন্টে স্বর্ণ জিতলেন হোমায়রা আক্তার অন্তরা শেফা। সবমিলিয়ে চলতি এসএ গেমসে বাংলাদেশের স্বর্ণ পদকের সংখ্যা দাঁড়াল ৪-এ। সোমবার তায়কোয়ান্দোতে দেশের হয়ে প্রথম স্বর্ণ জিতেছিলেন দিপু চাকমা। এ স্বর্ণ জয়ের মধ্যে দিয়ে বাংলাদেশ গতবারের সাফল্য ছুয়ে ফেলল। ২০১৬ সালে ভারতের গুয়াহাটি ও শিলংয়ে বাংলাদেশ চারটি স্বর্ণ জিতেছিল। মেয়েদের কুমিতে অনূর্ধ্ব-৬১ কেজির ফাইনালে স্বাগতিক নেপালের আনু গুরংকে ৫-২ পয়েন্টে হারিয়ে কারাতে থেকে তৃতীয় সোনার পদক জেতেন হুমায়রা আক্তার অন্তরা। এর আগে সেমিফাইনালে তিনি ৪-০ পয়েন্টে পাকিস্তানের গুল নাজকে হারিয়ে ফাইনালে আসেন। সোমবার এই হোমায়রার মাধ্যমেই চলতি এসএ গেমসে প্রথম পদকের দেখা পেয়েছিল বাংলাদেশ। মেয়েদের একক কাতায় ব্রোঞ্জ জেতার মাধ্যমে দেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন হোমায়রা আক্তার অন্তরা। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/০৩ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2P0Ewm0
December 03, 2019 at 08:21AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন