বিশ্বসেরা হতে চেয়ে বার্সা থেকে ফ্রান্সের পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন ব্রাজিলের প্রাণভোমরা নেইমার। কিন্তু ফ্রান্সে গিয়ে শেষ পর্যন্ত কী পেলেন তিনি? না হতে পেরেছেন বিশ্বসেরা, না হতে পেরেছেন ক্লাবের প্রিয়পাত্র। এমনকি ফ্রান্সের সাবেক খেলোয়াড়দের সমালোচনাও তাকে সহ্য করতে হচ্ছে প্রতিনিয়ত। এবার নেইমারকে নিয়ে মুখ খুললেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের মিডফিল্ডার ইমানুয়েল পতিত। নেইমারের একা ম্যাচ জেতানোর ক্ষমতা নেই উল্লেখ করে তিনি বলেন, জীবনে অনেক অসাধারণ আক্রমণাত্মক ফুটবলারের সঙ্গে খেলেছি। জিনেদিন জিদান, ইয়ুরি জুরকায়েফ। তারা একাই ম্যাচের ফলাফল বদলে দেওয়ার ক্ষমতা রাখত। যে কোনো মুহূর্তে খেলার মোড় ঘুরিয়ে দিত। তারা শুধু আক্রমণের দিকেই মনোযোগ রাখত, দলের রক্ষণভাগ নিয়ে তাদের চিন্তা করতে হতো না। আমরা তাতে কিছু মনে করিনি। উল্টো আমরাই ওদের হয়ে রক্ষণভাগ সামলাতাম। কেননা আমরা জানতাম, ব্যক্তিগত নৈপুণ্যে কেউ ম্যাচ জেতালে তারাই করতে পারবে সেটা। নেইমার মোটেও তেমন খেলোয়াড় নয়। সূত্র : বিডি২৪লাইভ এন এইচ, ০১ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2qS2QyM
December 01, 2019 at 07:23AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top