ঢাকা, ১০ ডিসেম্বর- বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ছয় আসরের মধ্যে চারবারই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। কাল থেকে মাঠে গড়াবে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা বিশেষ আসর। এ আসরে ঢাকা প্লাটুনসকে নেতৃত্ব দেবেন মাশরাফি। ঢাকা প্লাটুনসে মাশরাফির অধিনায়কত্বের বিষয়টি নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজিটির ম্যানেজার আহসানউল্লাহ হাসান। তিনি বলেন, উনি বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক, তার কাছেই দায়িত্ব থাকবে এটাই স্বাভাবিক। আমরা এখনো অফিসিয়ালি জানাইনি, আগামীকাল ঘোষণা দিয়ে দেওয়া হবে। গত রোববার জমকালো আয়োজনের মাধ্যমে বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী হলেও মাঠের লড়াই শুরু হবে কাল থেকে। দলগুলো এখন নিজেদের গোছাতে ব্যস্ত। আজ মঙ্গলবার বিকেলে অধিনায়কদের নিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফটোসেশন হয়েছে। তবে, ব্যস্ততার কারণে উপস্থিত থাকতে পারেননি মাশরাফি। এ তথ্য জানিয়েছেন আহসানউল্লাহ হাসান। আগামী বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজশাহী রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ঢাকার বিবিপিএল যাত্রা। ঢাকা প্লাটুনস দলে আছেন দেশি : তামিম ইকবাল খান, এনামুল হক বিজয়, মাশরাফি বিন মোর্ত্তজা, হাসান মাহমুদ, মেহেদী হাসান, আরিফুল হক, মুমিনুল হক, রকিবুল হাসান, শুভাগত হোম চৌধুরী, জাকের আলি অনিক। বিদেশি : ওয়াহাব রিয়াজ, থিসারা পেরেরা, লরি ইভান্স, শহীদ আফ্রিদি, লুইস রিস, আসিফ আলি ও শাদাব খান। সূত্র : আমাদের সময় এন কে / ১০ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2sdCiIm
December 10, 2019 at 04:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top