কেপ টাউন, ৩১ ডিসেম্বর - অস্ট্রেলিয়া-ভারত-ইংল্যান্ডের সঙ্গে আইসিসি র্যাঙ্কিংয়ে ওপরের দিকে থাকা চারটি দেশ নিয়ে ওয়ানডে সুপার সিরিজ-এর ভাবনা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির। ইতিমধ্যেই ইংল্যান্ড-অস্ট্রেলিয়া এই প্রস্তাবে প্রাথমিক সম্মতিও দিয়েছে। কিন্তু সৌরভের সুপার সিরিজে সম্মতি নেই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিসের। এ প্রসঙ্গে তিনি বলেন, গত বছর তিন বড় দেশের ক্ষেত্রে কী হয়েছে, সেটা সবারই জানা। ওরা এমনিতেই প্রচুর ক্রিকেট খেলে। একে অপরের বিরুদ্ধে বেশি খেলা হয়। আমার তো মনে হয়, অনেক বেশি টিমকে এখানে জড়ানো উচিত। এতে খেলারই বেশি উন্নতি হবে। ক্রিকেটকে ভবিষ্যতে আরও জনপ্রিয় করে তোলাই লক্ষ্য বলে জানিয়েছেন সৌরভ। আর সেই লক্ষ্যেই বিশ্বের অন্যতম সেরা চার দলকে নিয়ে সুপার সিরিজ আয়োজনের কথা ভেবেছেন তিনি। কিন্তু ক্রিকেটের প্রসারে দেশের সংখ্যা না কমিয়ে আরও বেশি করে দেশকে এই কর্মকাণ্ডে জোড়া উচিৎ বলেই মনে করেন ডু প্লেসিস। সূত্র : বিডি প্রতিদিন এন এইচ, ৩১ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/358uTHZ
December 31, 2019 at 08:12AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top