মুম্বাই, ১২ ডিসেম্বর- ভক্ত-সমর্থকরা তাকে ভালোবেসে ডাকে রোহিটম্যান শর্মা নামে। বিশাল সব ছক্কার মানে ভক্তদের দেয়া এই নামের প্রতি সুবিচার করতে একটুও ভুল করেন না ভারতীয় ওপেনার রোহিত শর্মা। নিয়মিতই খেলেন মারমুখী সব ইনিংস। হাঁকান বাহারি সব ছক্কা। ঠিক যেমনটা খেললেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী শেষ টি-টোয়েন্টি ম্যাচে। লোকেশ রাহুলের সঙ্গে ইনিংস সূচনা করতে নেমে মাত্র ১১.৪ ওভারেই গড়েন ১৩৫ রানের জুটি। যেখানে রোহিতের অবদান অর্ধেকের বেশি, ৩৪ বলে ৭১ রান। নিজের ইনিংসটিকে ৬ চারের সঙ্গে ৫টি বিশাল ছয়ের মারে সাজিয়েছেন তিনি। আর প্রথম ছক্কার মারেই পৌঁছে গেছেন অসাধারণ এক মাইলফলকে। আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের মাত্র তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৪০০ ছক্কার মালিক এখন রোহিত। তার আগে এই মাইলফলকে পৌঁছতে পেরেছেন শুধুমাত্র ক্রিস গেইল ও শহীদ আফ্রিদি। আর যদি সাম্প্রতিক সময়ের হিসেব করা হয়, তাহলে এই ৪০৪টি ছক্কার মাধ্যে ৩৬১টিই রোহিত হাঁকিয়েছেন ২০১৩ সালের পর। এ সময়ের মধ্যে ২৫০ ছক্কাও মারতে পারেননি বিশ্বের আর কোনো ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা ১. ক্রিস গেইল - ৫৩০ ইনিংসে ৫৩৪ ছক্কা ২. শহীদ আফ্রিদি - ৫০৮ ইনিংসে ৪৭৬ ছক্কা ৩. রোহিত শর্মা - ৩৬০ ইনিংসে ৪০৪ ছক্কা ৪. ব্রেন্ডন ম্যাককালাম - ৪৭৪ ইনিংসে ৩৯৮ ছক্কা ৫. মহেন্দ্র সিং ধোনি - ৫২৬ ইনিংসে ৩৫৯ ছক্কা সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/১২ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/38xZd1B
December 12, 2019 at 07:40AM
12 Dec 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top