করাচী, ১৭ ডিসেম্বর - হ্যামিস্ট্রিং স্ট্রেইনের কারণে পাকিস্তানের বিপক্ষে করাচিতে সিরিজের দ্বিতীয় টেস্টে ছিটকে গেলেন শ্রীলঙ্কান ফাস্ট বোলার কাসুন রাজিথা। রাওয়ালপিন্ডিতে চোটের কারণে পঞ্চম দিনে মাত্র ছয় ওভার করতে পারেন তিনি। যদিও বৃষ্টির কারণে টেস্টর বেশির ভাগ সময় বাদ হওয়া এই ম্যাচে শান মাসুদের উইকেটটি পান রাজিথা। এই সিরিজে দ্বিতীয় লঙ্কান ফাস্ট বোলার হিসেবে বাদ পড়লেন রাজিথা। এর আগে ডেঙ্গুর কারণে সিরিজের প্রথমেই ছিটকে যান সুরাঙ্গা লাকমল। এদিকে রাজিথা স্কোয়াড থেকে বাদ পড়ায় এখন লাহিরু কুমারা ও বিশ্ব ফার্নান্দোর ওপরই ভরসা করতে হবে সফরকারী শ্রীলঙ্কাকে। লাকমালের পরিবর্তে ২২ বছর বয়সী আসিথা ফার্নান্দো এখন পর্যন্ত একটি ওয়ানডে খেলেছেন। লঙ্কান টিম ম্যানেজমেন্ট অবশ্য নিশ্চিত করেছেন রাজিথার পরিবর্তে আর কোনো খেলোয়াড় নেওয়া হবে না। আগামী ১৯ ডিসেম্বর করাচিতে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। প্রথম টেস্টটি ড্র হয়েছিল। সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর এন এইচ, ১৭ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/38PWwsL
December 17, 2019 at 07:25AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন