ঢাকা, ৭ ডিসেম্বর- বিশেষ বিপিএলে সব কিছুই থাকছে বিশেষ। বঙ্গবন্ধু বিপিএলের পরেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ তাই বিপিএল হতে পারে জাতীয় দলে ফেরার পাইপ লাইন। সব ক্রিকেটাররাই চাইছে বিপিএলের মঞ্চে ভালো করে জাতীয় দলে ফিরতে। তারই ধারাবাহিকতায় শুক্রবার (৬ ডিসেম্বর) দুপরে বিকেএসপির কোচ নাজমুল আবেদিন ফাহিমকে নিয়ে দীর্ঘক্ষন ব্যাটিং অনুশীলন করেন জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েস। ব্যাটিং করার সময় ইমরুলের ভুল গুলো ধরিয়ে দিচ্ছিলেন ফাহিম। সদ্য সমাপ্ত ভারত সিরিজে নিজেকে মেলে ধরতে পারেননি কায়েস। ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ছিলেন একেবারেই ব্যর্থ। তাই বিপএল দিয়ে ফিরতে মরিয়া এই ব্যাটসম্যান। এবারের বিশেষ বঙ্গবন্ধু বিপিএলে ইমরুল খেলবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। ইতোমধ্যে সবার আগে ঢাকায় এসেছে চট্রগ্রামের হেড কোচ পল নিক্সন ও কবির আলী। সব কিছু ঠিক থাকলে হয়তো এবারের বিপিএলে ভালো কিছু দেখতে পাবেন ইমরুল ভক্তরা। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড: দেশি: মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, মুক্তার আলী, পিনাক ঘোষ, নাসুম আহমেদ ও জুনায়েদ সিদ্দিকী। বিদেশি: ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), আভিস্কা ফার্নান্দো (শ্রীলঙ্কা), রায়াদ এমরিট (ওয়েস্ট ইন্ডিজ), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), ইমাদ ওয়াসিম (পাকিস্তান) ও মোহাম্মদ মুসা (পাকিস্তান)। আর/০৮:১৪/০৭ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2sTKo9u
December 07, 2019 at 05:48AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top