কেপটাউন, ১৫ ডিসেম্বর - আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন প্রায় দেড় বছরেরও বেশি সময় আগে। তাকে ছাড়াই চলতি বছরের ওয়ানডে বিশ্বকাপ খেলেছে দক্ষিণ আফ্রিকা। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অনেক অনুরোধের পরেও অবসর ভেঙে দলে ফেরেননি প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্স। প্রায় দেড় বছরে যা সম্ভব হয়নি, সেটিই বাস্তব করার মিশনে নামছেন দক্ষিণ আফ্রিকা নবনিযুক্ত প্রধান কোচ মার্ক বাউচার। শুধু ডি ভিলিয়ার্সই নয়, বাউচারের আশা কলপাক চুক্তিতে থাকা সকল ক্রিকেটারকেই জাতীয় দলে ফেরাবেন তিনি। যাতে করে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে সাফল্য পেতে পারে দক্ষিণ আফ্রিকা। গত ৪ বছর ধরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচিং প্যানেলে কাজ করে আসছেন বাউচার। যার ফলে তার ভালোভাবেই জানা আছে, কোন খেলোয়াড়কে কখন, কীভাবে পাওয়া যাবে। তাই দেশের বাইরে লিগ খেলে বেড়ানো ক্রিকেটারদের নিয়েই পরিকল্পনা সাজানোর কথা ভাবছেন তিনি। এ বিষয়ে বাউচার বলেন, একজন কোচ হিসেবে অবশ্যই চাইবো সেরা তারকারা থাকুক দলে। আপনি যদি রাগবির দিকে তাকান, যেভাবে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন হল...বিশ্বের অন্যান্য দেশে খেলানো বেড়ানো খেলোয়াড়রা যে অভিজ্ঞতাটা দিয়েছে দলে, তা অমূল্য। একজন কোচ হিসেবে আমিও দলের গভীরতা বৃদ্ধিতে এই সুযোগটা নিতে চাই। এটা দলের সবাইকে নিজের অবস্থানের ব্যাপারে আরও সচেতন হওয়া শেখাবে। বাউচার এ কথা বললেও, কলপাক চুক্তির কোনো কিছুই তার হাতে নেই। তবে হুট করে অবসর নেয়া ডি ভিলিয়ার্সের ব্যাপারে চাইলেই ভাবতে পারেন বাউচার। চলতি এমজানসি সুপার লিগে বাউচারের কোচিংয়েই শোয়ান স্পার্টানসে খেলছেন ডি ভিলিয়ার্স। এখনও পর্যন্ত টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক মি. ৩৬০ ডিগ্রি খ্যাত এই ব্যাটসম্যান। যা প্রমাণ করে এখনও অনেক কিছুই দিতে পারবেন ডি ভিলিয়ার্স। এ কারণেই তাকে জাতীয় দলে ফেরানোর কথা ভাবছেন বাউচার। তিনি বলেন, আপনি যখন বিশ্বকাপ খেলতে যান, তখন চাইবেন যাতে সেরা খেলোয়াড়রা আপনার দলে খেলে। আমার যদি মনে সে (ডি ভিলিয়ার্স) আমার দলের অন্যতম সেরা খেলোয়াড়, তাহলে তার সঙ্গে কেনো কথা বলবো না? আমি মাত্রই দায়িত্বটা পেয়েছি। বেশ কয়েকজন খেলোয়াড়ের সঙেই কথা বলবো, দেখবো তাদের কী অবস্থা? সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৫ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2LVzNkO
December 15, 2019 at 06:59AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top