কলম্বো, ০৬ ডিসেম্বর- পাকিস্তানের সাবেক প্রধান কোচ মিকি আর্থারকে নিয়োগ দিয়েছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)। লাসিথ মালিঙ্গাদের নতুন প্রধান কোচ হিসাবে মিকি আর্থারের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে লংকান ক্রিকেট বোর্ড। দুই বছরের চুক্তিতে শ্রীলংকা দলের সঙ্গে যুক্ত হলেন ৫১ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান সাবেক এ ক্রিকেটার। সবশেষ ইংল্যান্ড বিশ্বকাপে মিকি আর্থারের অধীনে খেলে পাকিস্তান। বিশ্বকাপে প্রত্যাশিত ফল বয়ে আনতে না পারায় চাকরি হারান মিকি। সেই পাকিস্তানের বিপক্ষেই ২ ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলংকা ক্রিকেট দলের কোচের ভূমিকায় দেখা যাবে আর্থারকে। বাংলাদেশ দলের সাবেক প্রধান কোচ চন্দিকা হাতুরুসিংহকে খুব আগ্রহের সঙ্গেই নিয়োগ দিয়েছিল শ্রীলংকা। কিন্তু সাকিব-তামিমদের সফল সাবেক কোচ নিজ দেশে প্রত্যাশিত সাফল্য আনতে পারেননি। সবশেষ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া হাথুরুসিংহের শীষ্যরা। ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ী শ্রীলংকা এবারের বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে চাকরি হারান হাথুরুসিং। তার পরিবর্তে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড লংকান সাবেক তারকা পেসার রমেশ রত্নায়কের হাতে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেয়। তার অধীনে পাকিস্তানের মাঠে সরফরাজদের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে শ্রীলঙ্কা। পাকিস্তানের সাবেক প্রধান কোচ মিকি আর্থার এবং ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ারকে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা। মিকি আর্থারের অধীনেই ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। এই আর্থারের অধীণেই দক্ষিণ আফ্রিকা টেস্টে বিশ্বের এক নম্বর দলে পরিণত হয়েছিল। সূত্র: যুগান্তর আর/০৮:১৪/০৬ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2YpRnCU
December 06, 2019 at 04:36PM
06 Dec 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top