মুম্বাই, ৩ ডিসেম্বর- বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন পপ তারকা নিক জোনাস দম্পতির একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, প্রিয়াঙ্কার কোলে এক নবজাতক। আর সেই ছোট্ট শিশুটির মাথায় চুমু খাচ্ছেন নিক। ছবিটি দেখে অনেকেই মনে করছেন প্রিয়াঙ্কা-নিক মা-বাবা হয়ে গেলেন, অথচ কেউ টের পেল না! তবে ছবিটি আসল নয় বলেই জানা গেছে। ফটো সম্পাদনা করে প্রিয়াঙ্কার কোলে বসিয়ে দেওয়া হয়েছে এই নবজাতককে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার প্রিয়াঙ্কা-নিকের প্রথম বিবাহবার্ষিকী ছিল। আর তাদের বিবাহবার্ষিকীর উপহার হিসেবেই এক অত্যুৎসাহী ফ্যানক্লাব ফটো এডিটিং সফটওয়ারে প্রিয়াঙ্কা-নিকের ছবি এডিট করে প্রিয়াঙ্কার কোলে জুড়ে দিয়েছে ওই সদ্যোজাতকে। ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। ব্যাপক হারে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ছবি। এতে করেই ফ্যানেদের মনে উদয় হয়েছে নানা জল্পনার। এর আগেও অন্তঃসত্ত্বার গুজব রটলে এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেছিলেন, হ্যাঁ, মা হওয়ার ইচ্ছা নিশ্চয়ই রয়েছে আমার। তবে তা এখনই নয়। বর্তমানে আমি নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। এখন আমি সুটকেসের মধ্যে রয়েছি। আমার ইচ্ছা একটা বড় আলমারি কেনার। আর/০৮:১৪/০৩ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/33J4Bva
December 03, 2019 at 05:28AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top