কলকাতা, ১৯ ডিসেম্বর - শীতের কলকাতায় বুধবার শাহরুখ খান (Shahrukh Khan) যখন নামলেন, বিকেলের রোদ মরে এসেছে। চারদিকে শীতকাতুরে ভাব। কিন্তু শহরের আইপিএল নিলাম ঘিরে একমাত্র উত্তাপ তখনই তৈরি হল!চিরাচরিত পীঠস্থান বেঙ্গালুরু ছেড়ে এই প্রথম নিলামের আসর বসছে কলকাতায়। হোটেলের লবিতে কিংস ইলেভেনের নতুন কোচ অনিল কুম্বলে ঘুরছেন। চেন্নাই সুপার কিংস কোচ স্টিফেন ফ্লেমিংকে দেখা যাচ্ছে। কেকেআরের নতুন হেড কোচ বাজ (যে নামে ব্রেন্ডন ম্যাকালামকে ডাকত ক্রিকেটবিশ্ব) চলে এসেছেন। ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় রাতের দিকে হোটেলে চলে গেলেন। কিন্তু কোথাও গিয়ে যেন আইপিএল নিলামের রোমহর্ষক আবহটা তবু খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বাভাবিক। মহাতারকা কোথায়? ঝাঁপিয়ে পড়ার মতো নাম কোথায়? সাকুল্যে তো গোটা পাঁচ-ছয় নাম ঘুরেফিরে বেড়াচ্ছে। গ্লেন ম্যাক্সওয়েল। জেসন রয়। অ্যারন ফিঞ্চ। ক্রিস লিন। ইয়ন মর্গ্যান। প্যাট কামিন্স। জশ হ্যাজেলউড। ক্যারিবিয়ান নামধাম বলতে হেটমায়ার-উইলিয়ামস-কটরেল। নিলামে উঠতে চলা ১৮৬ ভারতীয় ক্রিকেটারের দশা আরও খারাপ। মেরেকেটে গোটা তিনেক নাম। কেকেআরের দুই ব্রাত্য রবিন উথাপ্পা, পীযুষ চাওলা। জয়দেব উনাদকটের মতো কেউ কেউ। এ দিন দুপুরে নিলাম সম্পর্কে ওয়াকিবহাল একজন বলছিলেন যে, নিলামের ৩৩২ ক্রিকেটারের মধ্যে থেকে আটটা ফ্র্যাঞ্চাজি সর্বমোট কিনতে পারবে ৭৩ ক্রিকেটার! সে কটাই স্লট পড়ে। অর্থাৎ, গড়ে নজন মতো। উত্তেজনা কোথা থেকে আসবে? উলটে বলা হল যে, বৃহস্পতিবারের কলকাতা নিলাম অনেকটা বিয়েবাড়ির শেষ পাতে দই-মিষ্টির মতো হতে চলেছে! মেন কোর্স রেডি। ভোজে শুধু ডেজার্ট যোগ হবে। এক দিক থেকে ঠিকই। মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, এদের টিম তো প্রায় তৈরিই। নিলামের অনেক আগে প্লেয়ার ট্রান্সফারে নামীদামী নাম তারা নিয়ে নিয়েছে। দিল্লি অজিঙ্ক রাহানে-রবিচন্দ্রন অশ্বিনকে নিয়েছে রাজস্থান রয়্যালস এবং কিংস ইলেভেন পাঞ্জাব থেকে। মুম্বই দিল্লি থেকে কিনেছে ট্রেন্ট বোল্টকে। দই-মিষ্টি ছাড়া আর কী পড়ে থাকে? এক এক সময় মনে হচ্ছে, ভাগ্যিস শাহরুখ এসে উপস্থিত হয়েছেন। নইলে অকশন-আবহে শৈত্য আরও বেশি টের পাওয়া যেত। কেকেআরের কেউ কেউ চেষ্টা করেও মনে করতে পারলেন না, শেষ কবে নিলামে এসেছেন বাদশা? তা-ও এমন নিরামিষ নিলামে? গত কয়েক বছরে তো কখনও ঘটেনি। আগ্রহ, জল্পনা সেখানেই। কেন হঠাৎ এলেন শাহরুখ? নেপথ্যে কি কেকেআরের গতবারের ব্যর্থতা? বিতর্কে-বিতর্কে টিমের ছিন্নভিন্ন হয়ে যাওয়া? টিমের রাশ এবার নিজে নিতে চান কিং খান? জানা গেল না। ছুটকো কয়েকটা খবর বরং পাওয়া গেল। যেমন, বাঁ হাতি পেসার জয়দেব উনাদকটকে নিয়ে দুতিনটে ফ্র্যাঞ্চাইজির টানাটানি হতে পারে। চেন্নাই, রাজস্থানের মতো কেউ কেউ ভারতীয় পেসারের খোঁজ করছে। দিল্লি ক্যাপিটালসের সাপোর্ট স্টাফের (এখানে বলে রাখা ভাল দিল্লির হেড কোচ রিকি পন্টিং আজ থাকছেন না) কেউ কেউ এদিন বলছিলেন যে, টিমে একজন পাওয়ার হিটার প্রয়োজন। ওয়েস্ট ইন্ডিজের সাই হোপ ভাবনায় আছেন। বোল্টকে ছেড়ে দেওয়ার পর একজন পেসারও দরকার। প্যাট কামিন্সের জন্য সেক্ষেত্রে ঝাঁপানো যেতে পারে। ভারতীয় পেসারও দেখা যেতে পারে। কেকেআরের চাই টপ অর্ডারে ভাল বিদেশি ব্যাটসম্যান। হাতে কেএল রাহুল থাকলেও কিংস ইলেভেন পাঞ্জাব দেখছে কোনও বিদেশি ব্যাটসম্যান-অধিনায়ককে তোলা সম্ভব কি না। ইয়ন মর্গ্যান তাদের টার্গেট হতে পারে। আর মুম্বই নাকি চাইছে, তরুণ প্রতিভা কিনতে। আর সেখানেই আসছে চারটে সম্ভাব্য নাম। একজন বিদেশি। তিন জন ভারতীয়। বিদেশি যিনি, তিনি একুশ বছরের ইংরেজ ওপেনার। টম বান্টন। খেলেছেন ২১টা টি-টোয়েন্টি। কিন্তু মাইকেল ভন ইতিমধ্যে তাঁকে পরবর্তী কেভিন পিটারসেন বলে ডাকতে শুরু করেছেন। তিন ভারতীয়র মধ্যে একজন ভারতের অনূর্ধ্ব উনিশ অধিনায়ক প্রিয়ম গর্গ। মুম্বইয়ের আঠারো বছরের যশস্বী জয়সওয়াল। যিনি সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে লিস্ট এ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে বসেছেন। আর তৃতীয় জন, তামিলনাড়ুর ডান হাতি ব্যাটসম্যান। যাঁকে নিয়ে মুগ্ধ স্বয়ং কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিকও।তামিলনাড়ুর সেই ক্রিকেটারের নাম?শাহরুখ খান! এন এইচ, ১৯ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/34CDkLz
December 19, 2019 at 06:49AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.