দ্য অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস ৯১তম অস্কার পুরস্কারের জন্য নয়টি ক্যাটাগরিতে মনোনীতদের তালিকা প্রকাশ করেছে। বিদেশী সিনেমার সিনেমা ক্যাটাগরিতে উপমহাদেশ থেকে একমাত্র গালি বয় প্রাথমিক তালিকায় বিবেচনাধীন ছিল। তবে সংক্ষিপ্ত তালিকাতেই বাদ পড়েছে এটি। এবার বিদেশী ভাষার ৯টি সিনেমাকে সংক্ষিপ্ত তালিকায় স্থান দেওয়া হলো। পরবর্তী রাউন্ডে এখান থেকেই চূড়ান্ত বিজয়ী সিনেমা নির্বাচন করা হবে। শুরুতে ৮৭টি সিনেমা এই ক্যাটাগরিতে বিবেচনাধীন ছিল। এর মধ্যে ছিল রণবীর সিং ও আলিয়া ভাটের গালি বয় সিনেমাটিও। বাংলাদেশ থেকে এবার আলফা সিনেমাটি অস্কারের বিবেচনার জন্য পাঠানো হয়। তবে প্রাথমিক তালিকাতেও জায়গা করে নিতে পারেনি সিনেমাটি। এবার সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া বিদেশী ভাষার সিনেমাগুলো হলো- বার্ডস অব প্যাসেজ, কলম্বিয়া দ্য গিলটি, ডেনমার্ক নেভার লুক অ্যাওয়ে, জার্মানি শপলিফটার্স, জাপান আয়কা, কাজাখস্তান ক্যাপারনম, লেবানন রোমা, মেক্সিকো কোল্ড ওয়ার, পোল্যান্ড বার্নিং, সাউথ কোরিয়া এন এইচ, ১৭ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PsQrux
December 17, 2019 at 09:27AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top