চট্টগ্রাম, ১৭ ডিসেম্বর- কি দারুণ জবাব! চলতি বঙ্গবন্ধু বিপিএলে ব্যক্তিগত সর্বোচ্চ রান করলেন পাকিস্তানের শোয়েব মালিক। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে রাজশাহী রয়্যালসের ব্যাটসম্যান শোয়েব মালিক করলেন এবারের আসরের সর্বোচ্চ ৮৭ রানের ইনিংস। নিয়তি সম্ভব শোয়েব মালিকের ব্যাট করার সময় আড়ালে থেকে হাসছিল। হয়তো বলছিল, একটু পরেই এই রেকর্ড ভেঙে তছনছ হয়ে যাবে। হয়ে গেলোও। শোয়েব মালিকের ৮৭ রানকে অবলীলায় পেছনে ফেলে দিলেন মুশফিকুর রহীম। কিন্তু কি দুর্ভাগ্য, সেঞ্চুরির একেবারে দোরগোড়ায় গিয়ে আর তিন অংকে পৌঁছা হলো না খুলনার অধিনায়কের। রবি বোপারার বলে ছক্কা মেরে সেঞ্চুরি পূরণ করতে গিয়ে বাউন্ডারিতে শোয়েব মালিকের হাতেই ধরা পড়লেন তিনি। ৫১ বলে মুশফিককে ফিরে যেতে হলো ৯৬ রানের মাথায়। টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির একেবারে দোরগোড়ায় এসে এভাবে নিজেকে হারিয়ে বসবেন, তা হয়তো মুশফিক নিজেও ভাবেননি কখনো। ২০ ওভারের ক্রিকেটে এখনও পর্যন্ত কোনো সেঞ্চুরি নেই মুশফিকের। জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান ৭২। আর ফ্রাঞ্চাইজিসহ অন্য টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোতে মুশফিকের সর্বোচ্চ রান ছিল ৮৬। এবার যখন নিজেকে ছাড়িয়ে যাওয়ার পর শোয়েব মালিককেও (৮৭) ছাড়ালেন এবং ৯০-এর ঘরে পৌঁছে গেলেন, তখন মুশফিকের সামনে সেঞ্চুরিটা হাতছানি দিয়ে ডাকছিল। কিন্তু নিজের ব্যক্তিগত ৫১তম বলে রবি বোপারাকে উঁচু করে খেলতে গিয়েই বিপাকে পড়লেন। ক্যাচ তুলে দিলেন আকাশে। শোয়েব মালিক সে ক্যাচ তালুবন্দী করলো। ৫১ বলে খেলা ইনিংসটি মুশফিক সাজান ৯টি বাউন্ডারি এবং ৪টি ছক্কায়। মুশফিক আউট হওয়ার পরও কিন্তু জয়ের কাজটি বার বাধাগ্রস্থ হলো না। রবি ফ্রাইলিংক এবং শহিদুল ইসলাম মিলে শেষ করে দিয়ে আসেন। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/১৭ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/36HPzrv
December 17, 2019 at 01:22PM
17 Dec 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top