ঢাকা, ১৩ ডিসেম্বর - টি-টোয়েন্টিকে বলা হয় ব্যাটসম্যানদের খেলা। তবে বিপিএলের পাঁচ ম্যাচ মাঠে গড়াতেই দুইবার একশর নিচে অলআউট হলো দুই দল। উদ্বোধনী দিনে রংপুর রেঞ্জার্সকে ৬৮ রানেই গুটিয়ে দেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পায় বড় জয়। এবার মিরপুরে রাজশাহী রয়্যালসের সামনে ১৫.৩ ওভারেই ৯১ রানে অলআউট সিলেট থান্ডার্স। দলের ব্যাটসম্যানদের কেউ পঁচিশের ঘরও ছুঁতে পারেননি। ২০ রান করে করেন দুই স্থানীয় ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন আর মোসাদ্দেক হোসেন। জনসন চার্লস (১৬), জীবন মেন্ডিসের (০) মতো বিদেশি ব্যাটসম্যানরা দলের জন্য কিছুই করতে পারেননি। দলের ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রানও একজন স্থানীয় ব্যাটসম্যানদের। তিনি ওপেনার রনি তালুকদার (১৯)। রাজশাহীর পক্ষে বল হাতে সবচেয়ে সফল অলক কাপালি। ৩ ওভার হাত ঘুরিয়ে ১৭ রানের বিনিময়ে তিনি নিয়েছেন ৩টি উইকেট। জবাবে এই রিপোর্ট লেখা পর্যন্ত রাজশাহী রয়্যালসের সংগ্রহ ৫.১ ওভার শেষে ১ উইকেটে ৪৪ রান। লিটন দাস ২১ আর আফিফ হোসেন ২৩ রান নিয়ে ব্যাটিং করছেন। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১৩ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/38E5BVs
December 13, 2019 at 01:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top