ঢাকা, ৩০ ডিসেম্বর - শরীর ভালো না। তবু কাছের মানুষদের একসাথে দেখার আনন্দটা মিস করতে চাইলেন না কিংবদন্তি অভিনেতা সোহেল রানা। ভোট দিতে এলেন বাংলাদেশ ফিল্ম ক্লাবের নির্বাচনে। ভোট গ্রহণ শুরু হয় দুপুর দুইটায়। এফডিসিতে অবস্থিত বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক ও প্রদর্শক সমিতির কার্যালয়ে। দুপুর থেকেই আসতে শুরু করেন চলচ্চিত্রের মানুষেরা। এ যেন এক মিলনমেলা। এমনি উৎসবমুখর পরিবেশে ভোট দিলেন ঢাকাই সিনেমার ড্যাশিং হিরো সোহেল রানা। ভোট দেয়া শেষে তিনি বলেন, শরীরটা বেশি ভালো না। তারপরও ভোট দিতে আসলাম। ভালোই লাগছে। অনেকদিন পর সবার সঙ্গে দেখা হলো। কেমন নেতৃত্ব চান? এমন প্রশ্নের উত্তরে এই নায়ক, পরিচালক ও প্রযোজক বলেন, আমি চাই সাংগঠনিকভাবে দক্ষ লোক নির্বাচিত হোক। সংগঠন পরিচালনার জন্য দক্ষ লোকই দরকার। চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড। ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয় এই ক্লাবটি। চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, অভিনেতা, অভিনেত্রীসহ চলচ্চিত্রের বিভিন্ন খাতের মানুষেরা সম্পৃক্ত এই প্রতিষ্ঠানটির সঙ্গে। সংগঠনটিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ সোমবার, ৩০ ডিসেম্বর। এবার দুটি প্যানেলে ২১জন প্রতিদ্বন্দ্বীতা করছেন বলে নিশ্চিত হওয়া গেছে। চলতি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে আছেন মেহেদী হাসান সিদ্দিকী মনির। তিনি বলেন, এফডিসির প্রযোজক পরিবেশক সমিতির সভাকক্ষে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে সভাপতি পদে অমিত হাসান ও আতিকুর রহমান লিটন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অমিত হাসানের প্যানেলে লড়বেন ১০ জন নির্বাহী সদস্য। তারা হলেন ওমর সানী, সাদিকা পারভীন পপি ও রত্না কবির, মাহমুদুল হক পলাশ, জাহিদ হোসেন, সাফি উদ্দিন সাফি, সৈয়দ রাফি উদ্দিন সেলিম, রবিন খান, রশিদুল আমিন হলি ও আবদুল্লাহ জেয়াদ। আতিকুর রহমান লিটনের প্যানেলে লড়বেন ৯ জন নির্বাহী সদস্য। তারা হলেন আবু সাকের, শামীম ওসমান, অপূর্ব রায়, এ কে এম মোস্তফা কামাল, মো. নজরুল ইসলাম, মোহাম্মদ মনিরুজ্জামান, কবির হোসেন, আব্দুর রহমান ও অ্যাডভোকেট মো. শাখাওয়াত হোসেন। এবার ফিল্ম ক্লাবের মোট ভোটার সংখ্যা ৫১১ জন। এন এইচ, ৩০ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/37nzqrS
December 30, 2019 at 02:24PM
30 Dec 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top