করাচি, ২১ ডিসেম্বর - শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ আব্বাসের দুর্দান্ত বোলিংয়ের পরও পিছিয়ে রয়েছে পাকিস্তান। করাচি টেস্টের প্রথম ইনিংসে বাবর আজম ও আসাদ শফিকের জোড়া ফিফটির পরও ১৯১ রানে অলআউট স্বাগতিক পাকিস্তান। জবাবে ব্যাটিংয়ে নেমে শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ আব্বাসদের গতি সামলিয়ে ২৭১ রান সংগ্রহ করে সফরকারী শ্রীলংকা। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন সাবেক অধিনায়ক দীনেশ চান্দিমাল। এছাড়া ৪৮ রান করেন দিলরুয়ান পেরেরা। পাকিস্তানের হয়ে ৫ উইকেট শিকার করেন আফ্রিদি। ৪ উইকেট নেন আব্বাস। ৮০ রানে পিছিয়ে থেকে শুক্রবার দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ৫৭ রান করে পাকিস্তান। করাচি টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে এখনও ২৩ রানে পিছিয়ে রয়েছে আজহার আলীর নেতৃত্বাধীন দলটি। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম খেলাটি ড্রয়ে মীমাংসা হয়। সূত্র : যুগান্তর এন এইচ, ২১ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/34KAFQ6
December 21, 2019 at 04:34AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top