কলকাতা, ১৫ ডিসেম্বর - আগেও একাধিকবার বিক্ষোভকারীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা সত্বেও অবস্থার কোনও উন্নতি হয়নি। রবিবারও সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় গণ্ডগোলের খবর এসেছে। এদিন তাই ফের একবার বিবৃতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিবৃতি দিয়ে তিনি বলেন, সরকার বারবার বলা সত্বেও বহিরাগত শক্তি সাম্প্রদায়িক উস্কানিতে রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসা ছড়ানো হচ্ছে। নিরুপায় হয়ে মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর, হাওড়া, উত্তর ২৪ পরগণার বসিরহাট, বারাসতের বেশ কিছু জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে বলেও জানিয়েছেন মমতা। ইতিমধ্যেই নাগরিকত্ব সংশোধনী আইন ঘিরে উত্তাল হয়েছে অসম,ত্রিপুরা-সহ উত্তর-পূর্ব রাজ্যগুলি। সেখানেও হিংসা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে ইন্টারনেট এবং মোবাইল পরিসেবার উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে আগামী সোমবার পর্যন্ত। এই আন্দোলনের আঁচ এসে পড়েছে বাংলাতেও। গত শুক্রবার থেকেই দফায় দফায় বিক্ষোভ-প্রতিবাদে কখনও রেল অবরোধ আবার কখনও পথ অবরোধ করেছেন আন্দোলনকারীরা। এই বিক্ষোভের মাঝেই চলন্ত ট্রেনে পাথর ছোড়া অগ্নিসংযোগের মত হিংসার ঘটনাও সামনে আসে। এই আন্দোলনে হিংসা ঘিরে উদ্বেগপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারেই রাজ্যবাসীকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার ডাক দিয়েছিলেন তিনি। শনিবার তিনি বলেন, কিছু রাজনৈতিক দল ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে আর সাম্প্রদায়িকতার উদ্দেশে চারিদিকে হিংসা ছড়ানোর চেষ্টা করছে। তাদের ফাঁদে পা দেবেন না। সবার কাছে আমার আনুরোধ শান্তি বজায় রাখুন। এন এইচ, ১৫ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PQGcPF
December 15, 2019 at 04:03PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন