কলকাতা, ১৪ ডিসেম্বর- বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ফুঁসে উঠেছে পশ্চিমবঙ্গ। জেলায় জেলায় রেল-সড়ক অবরোধ করা হয়েছে। ভাঙচুর ও গাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হলে জনগণকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার সে আহ্বান কোনো কাজে আসেনি। শনিবার সকাল থেকে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে। শুরুতে ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলোতে বিক্ষোভ শুরু হয়। শুক্রবার সে আঁচ ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গে। এদিন দুপুর থেকেই অশান্ত হয়ে ওঠে উলুবেড়িয়া, মুর্শিদাবাদের বেলডাঙাসহ রাজ্যের বেশ কিছু অঞ্চল। বাদ যায়নি কলকাতাও। কলকাতার আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, শনিবার সকাল থেকেই ডোমজুড়ের সলপ মোড়ে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করেছে পুলিশ। বিভিন্ন জেলায় বিক্ষোভের জেরে রেল চলাচল বন্ধ হয়ে গেছে। বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে বহু ট্রেন। আর/০৮:১৪/১৪ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/38zj0hk
December 14, 2019 at 08:54AM
14 Dec 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top