ঢাকা, ১৯ ডিসেম্বর- বাংলাদেশ ক্রিকেটের অনেকগুলো পদে আছেন খালেদ মাহমুদ সুজন। এ নিয়ে সমালোচনা হলেও তা পাত্তা দেন না তিনি। এবার বাংলাদেশের বোলিং কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করলেন তিনি। বাংলাদেশের বোলিং কোচ চার্লস ল্যাঙ্গেভেল্ট হঠাৎ চলে যাওয়াতে পদটি এখন ফাঁকা। সুজন বলছেন, যদি দীর্ঘমেয়াদে তাকে দায়িত্ব দেয়া হয় তবে তিনি দায়িত্ব নিতে আগ্রহী। বুধবার (১৮ ডিসেম্বর) তিনি এ কথা বলেন। তিনি বলেন, সুযোগ পেলে তো সবাই আগ্রহী হবে। আমার পেশা তো কোচিং, আগ্রহের ব্যাপার অবশ্যই আছে। এর আগেও দুবার বাংলাদেশের হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছি আমি। বলাই ছিল যে একটা নির্দিষ্ট সময়ের জন্য। তারপরও ধরুন যখন বাদ পড়ি, রেজাল্ট খারাপ হয় তখন খারাপ লাগে। আমি এর আগেও বলেছিলাম দীর্ঘমেয়াদের জন্য করলে ভালো হয়। স্বল্পমেয়াদের জন্য একটা সফরে দলটাকে গোছানো কঠিন হয়ে পড়ে। সূত্র: বিডি২৪লাইভ আর/০৮:১৪/১৯ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2s2YB3H
December 19, 2019 at 03:07AM
19 Dec 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top