চট্টগ্রাম, ২১ ডিসেম্বর - আসলে দেশিরাও যদি পারফর্ম করতো...বিদেশি খেলোয়াড়দের পারফর্ম করার অপেক্ষা না করে সবাই মিলে পারফর্ম করলে...- খুলনা টাইগার্সের কাছে ৮ উইকেটের বিশাল পরাজয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এভাবেই কারণ ব্যাখ্যা করছিলেন রংপুর রেঞ্জার্সের অধিনায়ক মোহাম্মদ নবী। চলতি বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত কোনো জয় পায়নি সিলেট থান্ডার্স ও রংপুর রেঞ্জার্স। দুই দলই খেলেছে সমান ৪টি করে ম্যাচ। সিলেট খানিক প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারলেও, সবকয়টি ম্যাচে স্রেফ উড়ে গেছে রংপুর। ঠিক কী কারণে দলের এমন পরিণতি তা যেনো ঠাউরে উঠতে পারছেন না অধিনায়ক বা দলের খেলোয়াড়রাও। তাই তো খুলনার বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে এসে দলের বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান ফজলে মাহমুদ রাব্বি বলে গেলেন এখনও তারা উত্তর খুঁজছেন কেনো এমন হচ্ছে। ফজলে রাব্বি বলেন, আসলে উত্তর তো আমরাও খুঁজছি যে এমন কেন? চেষ্টা করছি এই হারের বৃত্ত থেকে বের হওয়ার। দুর্ভাগ্যজনকভাবে হচ্ছে না। দেখি ইনশাআল্লাহ সামনের ম্যাচগুলোতে। এসময় রাব্বি জানান যে দলের বিদেশি খেলোয়াড়দের কাছ থেকে আরেকটু বেশি চাচ্ছেন তারা। তিনি বলেন, এখনও মনে হচ্ছে টিম কম্বিনেশনটা হচ্ছে না। আমাদের বিদেশি মনে করেন যারা আছে নবি ভাইরা তারা যদি একটু ভালো খেলতে পারে, তার সঙ্গে যদি আমরা ভালো সমর্থন দিতে পারি। সেই সঙ্গে আমাদের বোলাররাও একটু ছন্দে নেই। ওই একটা ভালো দিনের অপেক্ষায় আছি আমরা। ফজলে রাব্বির এমন কথা অধিনায়ক নবীর ম্যাচ পরবর্তী পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে করা মন্তব্যের পুরোপুরি বিপরীত। নবীর মন্তব্যের কথা মনে করিয়ে দিতেই আবার দেশি খেলোয়াড়দের ব্যর্থতার কথাও স্বীকার করেন রাব্বি। তার মতে, দেশি-বিদেশির কম্বিনেশনটাই এখানে মূল। কিন্তু সেটিই হচ্ছে রংপুরের। এ বিষয়ে ফজলে রাব্বি বলেন, অবশ্যই দেশি খেলোয়াড়রা আমরা তেমন কিছুই করতে পারছি না। আমার মনে দেশি বিদেশি মিলিয়ে যে কম্বিনেশন হওয়া দরকার, সে কম্বিনেশনটা আমাদের এখনও হচ্ছে না। উল্লেখ্য, রংপুর রেঞ্জার্সের দেশি ওপেনার মোহাম্মদ নাইম শেখ এখনও পর্যন্ত ৪ ম্যাচে করেছেন টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ ১৫২ রান। চারটি ম্যাচেই দলকে এনে দিয়েছেন ভালো সূচনা। তবে বোলিং ডিপার্টমেন্টে খুব একটা সুবিধা করতে পারেনি রংপুরের কেউ। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২১ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2EHwmuk
December 21, 2019 at 03:30AM
21 Dec 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top