কেপটাউন, ১৫ ডিসেম্বর- প্রাথমিকভাবে ভাবা হচ্ছিলো অন্তর্বর্তীকালীন সময়ের জন্য হেড কোচ করা হবে দক্ষিণ আফ্রিকার সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান মার্ক বাউচারকে। তবে শনিবার জানা গেলো, মধ্যবর্তী সময় নয় পূর্ণ মেয়াদেই নিজ দেশের জাতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব পেয়েছেন বাউচার। এই কিংবদন্তি উইকেটরক্ষকের সঙ্গে আগামী ৪ বছরের জন্য চুক্তি করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। নতুন এ পদে সহকারী কোচ হিসেবে সাবেক টিম ডিরেক্টর এনোচ নিকিকে পাচ্ছেন বাউচার। তাকে হেড কোচ করার সিদ্ধান্ত অনেকটাই বোর্ডের নবনিযুক্ত টিম ডিরেক্টর গ্রায়েম স্মিথের। এ বিষয়ে তিনি বলেন, আমি বাউচারকে বোর্ডে এনেছি কারণ আমার মনে হয়, একজন তরুণ ক্রিকেটারকে আন্তর্জাতিক পর্যায়ে নামার জন্য তৈরি করতে সে-ই সেরা ব্যক্তি। আন্তর্জাতিক ক্রিকেটে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা এ বিষয়ে সাহায্য করতে পারে। এনোচ নিকিকে সহকারী কোচ বানানোর সিদ্ধান্তের বিষয়ে স্মিথ বলেন, এনোচের ব্যাপারেও আমার সর্বোচ্চ পরিকল্পনা রয়েছে। সে যেনো আন্তর্জাতিক মানের কোচ হতে পারে, সেই পথটা আমি ঠিক করে দিতে চাই। একই সময়ে টিম ম্যানেজম্যান্টে একটা ধারাবাহিকতাও খুব দরকার ছিলো। এসময় দলের কোচিং স্টাফে আর তেমন কোনো বদল আসছে না জানিয়ে তিনি বলেন, এছাড়া আমরা আমাদের সাপোর্ট স্টাফে কোনো বদল আনছি না। ভলভো মাসুবেলে টিম ম্যানেজার এবং জাস্টিন অনটং ফিল্ডিং কোচ হিসেবেই থাকছে। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/১৫ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/38HmTAI
December 15, 2019 at 05:19AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top