ঢাকা, ২৯ ডিসেম্বর - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, সব নিরাপত্তা নিশ্চিত হলেই পাকিস্তানে ক্রিকেট দল পাঠাবে বাংলাদেশ। রোববার ( ২৯ ডিসেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউথ ক্যাপিটাল ২০২০ বিষয়ে এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এতে যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাকিস্তান সফর করবে, এটা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সরকারের পক্ষ থেকে আপনারা কী সিগন্যাল দিয়েছেন? এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে সবার আগে নিরাপত্তা নিশ্চিত করা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিটক আমরা জানতে চেয়েছি, তারা ক্রিকেট টিম পাঠাবে কি না। ইতোমধ্যে আমরা জানতে পেরেছি অনেক খেলোয়াড় ও দলের সদস্য সেখানে যেতে অপারগতা জানাচ্ছেন, তাদের পরিবার সেখানে পাঠাতে সাহস পাচ্ছেন না। তিনি বলেন, সেজন্য আমরা বলেছি, ক্রিকেট বোর্ড যদি সিদ্ধান্ত নেয়, তারা পাঠাবে কি পাঠাবে না, এ বিষয়টি তারা যদি আমাদের অবগত করে, তাহলে আমরা আমাদের পক্ষ থেকে পাকিস্তান সরকার কী ধরনের নিরাপত্ত নিশ্চিত করবে সেটি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করব। এরপর আমরা পাকিস্তানের নিকট নিরাপত্তার বিষয়টা জানতে চাইব। তারপর আমরা সব নিরাপত্তার বিষয় নিশ্চিত হলেই আমাদের দল পাঠাব। ক্রিকট বোর্ড সিদ্ধান্ত নিলেও দল পাকিস্তানে পাঠাব কি পাঠাব না এটা নিরাপত্তার ওপর নির্ভর করবে। সফর সময় আর মাত্র ১৫ দিন বাকি, ক্রিকেট বোর্ড বলছে, সরকার যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে তারা যাবে। সরকার গ্রিন সিগন্যাল দিয়েছে কি না? জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিকট জানতে চেয়েছি খেলোয়াড়দের পাঠানো সম্ভাব হবে কি না। তবে এ বিষয়ে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনও আমাদের পরিষ্কারভাবে কিছু জানায়নি। যেটাই হোক আমাদের খেলোয়াড়দের নিরাপত্তাটা আগে। তারা আমাদের সম্পদ, তাদের কোনোভাবেই আমরা নষ্ট করতে চাইব না। তাদের কোনো ক্ষতি হোক এটা আমরা কেউই চাই না। অবশ্যই আমরা আগে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত হব, তারপর খেলোয়াড়রা যাবে। বাংলাদেশের প্রতিনিধি দল পাকিস্তান ঘুরে এসেছে, তারা কী রিপোর্ট দিয়েছে? জানতে চাইলে তিনি বলেন, এ রিপোর্টটা এখনও আমি জানি না। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সফরসূচি অনুযায়ী ২০২০ সালের জানুয়ারি মাসে পাকিস্তানে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলতে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কয়েকদিন আগে বলেছিলেন, পাকিস্তান সফরে যেতে রাজি নয় কোনো কোনো ক্রিকেটার, আবার কেউ কেউ রাজিও আছে। বিসিবিও আগে থেকেই বলে রেখেছে, চাপ প্রয়োগ করে কোনো ক্রিকেটারকে পাকিস্তান পাঠানো হবে না। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৯ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Q9IQkZ
December 29, 2019 at 09:18AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top