লন্ডন, ০৫ ডিসেম্বর - গতিই ছিল যার কাছে জীবন, সেই গতি তারকার জীবনপ্রদীপ থেমে গেলো ৭০ বছর বয়সে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এবং সত্যিকার একজন ফাস্ট বোলার- বব উইলিস। বেশ কিছুদিন ধরেই লড়াই করছিলেন তিনি ক্যান্সারের সঙ্গে। অবশেষে এই লড়াইয়ে হেরে গেলেন তিনি। মঙ্গলবার মৃত্যু বরণ করলেন ইংল্যান্ডের হয়ে সর্বকালের চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারী। উইলিসের পরিবারের তরফ থেকে সাবেক ইংলিশ অধিনায়কের মৃত্যুর খবর জানানো হয়। থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সারের সঙ্গে কয়েকদিন ধরে লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বব উইলিস। ১৯৮১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের বিখ্যাত অ্যাশেজ সিরিজ জয়ে অসাধারণ নেতৃত্ব দিয়েছিলেন তিনি। বিশেষ করে লিডসের হেডিংলিতে চতুর্থ ইনিংসে ১৫.১ ওভার বল করে মাত্র ৪৩ রান দিয়ে ৮ উইকেট দখল করে ইতিহাসের পাতায় নাম লিখে ফেলেন তিনি। ১৯৮১ সালের অ্যাসেজ জয়টি তাই বব উইলিসের সামর্থক হিসেবেই পরিগণিত হতে শুরু করে। ১৯৭১ সালে ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন। তবে, ১৯৭৫ সালেই তার দুই হাঁটুতে অস্ত্রোপচার করতে হয়। কিন্তু সেই দুই অস্ত্রোপচার তাকে দমিয়ে রাখতে পারেনি। পরবর্তী সময়টাতে ব্যাথাহীনভাবেই খেলে গেছেন তিনি। এমনকি, সঠিকভাবে খেলা এবং এ জন্য শক্তি অর্জন করতে প্রতিদিন নিয়ম করে ৫ মাইল করে দৌড়াতেন উইলিস। তবুও হাঁটুর অস্ত্রোপচারের পর মাত্র ৯ বছর ক্যারিয়ার স্থায়ী হয়েছিল তার। ১৯৮৪ সালে লিডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেই ক্রিকেটকে বিদায় জানান ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা এই ক্রিকেটার। ১৯৭১ থেকে ১৯৮৪, এই ১৩ বছরে ইংল্যান্ডের হয়ে মোট ৯০টি টেস্ট খেলেন তিনি। নামের পাশে জ্বলজ্বল করছে ৩২৫টি উইকেট। জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড এবং স্যার ইয়ান বোথামের পর ইংলিশ বোলার হিসেবে যা চতুর্থ সর্বোচ্চ। তবে উইলিসের সোনালি সময়টা গেছে মূলতঃ ১৯৭৭ থেকে ১৯৮১ সাল- এই চার বছরে। এ সময়টাতে মাত্র ৩৯ টেস্ট খেলে উইলিস দখল করেন ১৪৯ উইকেট। গড় ছিল ২৩.৪৬। ৫ উইকেট নিয়েছেন ৯বার। ক্রিকেট মাঠে তার নাম হয়ে গিয়েছিল গুজ। বিশেষ করে ২২ গজে তার অস্বাভাবিক লুজ বল দিয়ে বিপদে ফেলে দিতে পারতেন ব্যাটসম্যানদের। এ কারণেই মূলতঃ এই অভিধায় ভুষিত করা হয় তাকে। ১৯৭০-৮০-এর দশকে ওয়েস্ট ইন্ডিজ আর অস্ট্রেলিয়ান পেসারদের রাজত্বে টেক্কা দেয়ার মত ইংলিশ পেসারই ছিলেন বব উইলিস। স্বাভাবিকভাবেই উইলিসের মৃত্যুতে শোকের ছায়া ক্রিকেটমহলে। উইলিসের পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, বব উইলিসের মৃত্যুর খবর। শোকবার্তায় বলা হয়, আমরা আমাদের প্রিয় ববকে হারিয়ে ব্যথিত। বব একদিকে যেমন ছিলেন একজন অতুলনীয় স্বামী, ভাই এবং বড়ভাই হিসেবেও বব ছিলেন ঠিক তেমনই দারুণ। প্রত্যেকের জীবনেই তার ভীষণ প্রভাব ছিল। আমরা সবাই তাকে খুব মিস করব। ববের মৃত্যুতে শোকাহত ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার গ্যারি লিনেকারও। টুইটারে এক শোকবার্তায় লিনেকার লিখেছেন, বব উইলিসের মৃত্যুর খবরে শোকাহত। আমাদের দেশের সেরা ফাস্ট বোলারদের মধ্যে অন্যতম। একাধিক অনুষ্ঠানে তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। সঙ্গী হিসেবে দারুণ ছিলেন এবং তার সেন্স অফ হিউমর ছিল তার বোলিংয়ের মতোই তীক্ষ্ণ। মেরিলিবোন ক্রিকেট ক্লাবের আজীবন সাম্মানিক সদস্য ছিলেন উইলিস। স্বাভাবিকভাবেই উইলিসের মৃত্যুতে এক শোকবার্তা জ্ঞাপন করা হয় এমসিসির তরফ থেকে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৫ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/366XtdE
December 05, 2019 at 08:02AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.