ষষ্ঠবারের মতো ব্যালন ডিঅর জিতে নিজ প্রজন্মের চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে অন্তত এ একটি জায়গায় ছাড়িয়ে গেছেন লিওনেল মেসি। শুধু ব্যালন ডিঅর নয়, এ বছর ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের ট্রফিও নিজের করে নিয়েছেন তিনি। এখন তার সামনে লক্ষ্য হতে পারে সর্বকালের সেরা ফুটবলার ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে যাওয়া। বয়স বিবেচনায় ৩২ বছর বয়সী মেসির পক্ষে পেলের তিনটি বিশ্বকাপ জয়ের কৃতিত্ব স্পর্শ করা একেবারেই অসম্ভব। তবে একদিক দিয়ে তাকে অবশ্যই ছাড়িয়ে যেতে পারেন তিনি। কোনো একটি ক্লাবের হয়ে সবচেয়ে বেশি সংখ্যক গোলের রেকর্ডের ক্ষেত্রে ফুটবল রাজাকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ছোট ম্যাজিসিয়ানের। ১৯৫৬ থেকে ১৯৭৪ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে ৬৪৩টি গোল করেন পেলে। সেখানে সব ধরনের প্রতিযোগিতায় বার্সেলোনার জার্সি গায়ে এ পর্যন্ত ৬১৮ গোল করেছেন মেসি। ২০১৯-২০ মৌসুমে লা লিগায় বার্সার হাতে রয়েছে এখনো ১৯টি ম্যাচ। এর সঙ্গে ফাইনাল পর্যন্ত খেলতে পারলে সাতটি কিংবা ন্যূনতম দুটি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ তো রয়েছেই। সুপার কোপার ফাইনালে খেলতে পারলে দুটি এবং কোপা ডেল রেতেও শেষ পর্যন্ত খেললে রয়েছে আরো ছয়টি ম্যাচ। সব মিলিয়ে পেলের মাইলফলক স্পর্শের জন্য মেসির সামনে সম্ভাব্য অন্তত ৩৩টি ম্যাচ রয়েছে। ২০২০ সালে মেসি স্পর্শ করতে এবং ভাঙতে পারেন এমন কিছু সম্ভাব্য রেকর্ড- ১৬: এবারের প্রতিযোগিতা দিয়ে টানা ১৫টি উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে গোল করার কৃতিত্ব দেখিয়েছেন মেসি। যার সবই বার্সেলোনার হয়ে। আগামী বছরও এ ধারা বজায় থাকলে সেই সংখ্যাটি হবে ১৬। সবচেয়ে বেশি ১৬টি চ্যাম্পিয়নস লিগ আসরে গোল করে এ রেকর্ড নিজের করে রেখেছেন ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি রায়ান গিগস। অবশ্য আগামী মৌসুমে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সামনেও একই সুযোগ থাকছে। ৮: আটটি করে হ্যাটট্রিক করে যৌথভাবে চ্যাম্পিয়নস লিগে অনন্য এক রেকর্ড গড়ে বসে আছেন মেসি ও রোনাল্ডো। দুজনের সামনে সুযোগ আছে নতুন বছরএ হ্যাটট্রিকের সংখ্যা বাড়িয়ে নেয়ার। ৭:১৩ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা হিসেবে ২০২০ সালে লা লিগা শুরু করবেন মেসি। ১২ গোল করে স্প্যানিশ লিগে তার ঘাড়ের ওপর নিঃশ্বাস ছাড়ছেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড করিম বেনজেমা। মেসি যদি এ লিড ধরে রাখতে পারেন, তা হলে সপ্তমবারের মতো পিচিচি অ্যাওয়ার্ড জিতবেন। এতে অ্যাথলেটিকো বিলবাও কিংবদন্তি টেলমো জারার ষষ্ঠ পিচিচি অ্যাওয়ার্ড জয়ের রেকর্ড ছাড়িয়ে যাবেন তিনি। ৪৩: ইতিমধ্যে কাতালানদের হয়ে জাভি হার্নান্দেজের সর্বোচ্চ ৪২টি এল ক্লাসিকো খেলার রেকর্ড স্পর্শ করেছেন মেসি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে আর একটি ম্যাচ খেললেই তাকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়বেন তিনি। এসূত্র : যুগান্তর এন কে / ২৮ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/363VzLB
December 28, 2019 at 08:27AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.