নয়াদিল্লী, ২৪ ডিসেম্বর - বর্তমানে ভারতীয় বোলিং লাইনআপের মেরুদণ্ড ধরা হয় তাকে। তবে চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজটিসহ গত তিন সিরিজই খেলতে পারেননি জাসপ্রিত বুমরাহ। সমর্থকদের জন্য সুখবর, অবশেষে দলে ফিরেছেন তিনি। ফিরেছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার শিখর ধাওয়ানও। বাঁহাতি এই ওপেনারও চোটের কারণে দলের বাইরে ছিলেন। খেলতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে-এই দুই সিরিজের জন্য একসঙ্গে দল ঘোষণা করেছে ভারত। তবে বুমরাহ-ধাওয়ান ফিরলেও আসন্ন দুই সিরিজে থাকছেন না ভুবনেশ্বর কুমার আর দীপক চাহার। তারা দুজনই চোটে পড়েছেন। এদিকে, চোট না থাকলেও ব্যস্ত সূচির ধকল কাটাতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে ওপেনার রোহিত শর্মা ও পেসার মোহাম্মদ শামিকে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ফিরবেন তারা। লঙ্কানদের বিপক্ষে ভারতের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে ৫ জানুয়ারি। এই সিরিজ শেষে ১৪ জানুয়ারি থেকে মুম্বাইয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি দল: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, শিভাম দুবে, ইয়ুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, নভদীপ সাইনি, শার্দুল ঠাকুর, মনীশ পান্ডে, ওয়াশিংটন সুন্দর, সঞ্জু স্যামসন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মনীশ পান্ডে, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), কেদর যাদব, শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ইয়ুজবেন্দ্র চাহাল, নভদীপ সাইনি, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৪ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2EODs02
December 24, 2019 at 07:00AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top