অস্ত্র আইনে জেএমবি সদস্যের ১০ বছরের কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র আইনের দায়ের হওয়া একটি মামলায় আব্দুল মুনিব (৩৫) নামে এক জেএমবি সদস্যকে ১০ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী এই দন্ডাদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা জানান, ২০০৯ সালের ১৮ জুন দিবাগত রাত দেড়টার দিকে পুলিশ শিবগঞ্জ উপজেলার কয়লা দিয়াড় সন্যাসী গ্রামে আব্দুল মুনিবের বাড়িতে অভিযান চালায়। এ সময় একটি ওয়ান শ্যুটারগান ও তিন রাউন্ড গুলিসহ তাকে আটক করে। ওইদিনই এসআই মিজানুর রহমান শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। ২০১৬ সালের ৩০ মার্চ শিবগঞ্জ থানার এসআই নূরে আলম সিদ্দিকী আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার স্বাক্ষ্যগ্রহণ ও শুনানী শেষে আদালত আসামীর উপস্থিতিতে এই রায় প্রদান করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-১২-১৯


from Chapainawabganjnews https://ift.tt/2OZfBPX

December 01, 2019 at 04:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top