ক্যাম্প ন্যুতে মায়োর্কোকে পেলেই জ্বলে ওঠে বার্সেলোনা। গোল উৎসবে মাতেন কাতালানদের সবাই। এবারো ব্যত্যয় ঘটলো না। দলটিকে ৫-২ গোলে হারালেন তারা। এ নিয়ে ঘরের মাঠে মায়োর্কোকে টানা ৩ ম্যাচে হারাল বার্সা।শুধু তাই নয় প্রত্যেক ম্যাচেই ৫টি করে গোল করল তারা। দুরন্ত এ জয়ের নায়ক দলের প্রাণভোমরা লিওনেল মেসি। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আলো ছড়িয়ে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন তিনি। লা লিগায় এটি ছোট ম্যাজিসিয়ানের ৩৫তম হ্যাটট্রিক। উড়ন্ত জয়ে বার্সাকে শুধু সামনে থেকেই নেতৃত্ব দেননি মেসি, সতীর্থদের দিয়ে গোলও করিয়েছেন তিনি। জালের দেখা পাইয়ে দেন বন্ধু লুইস সুয়ারেজকে। আঁতোয়া গ্রিজম্যানকে দিয়েও গোল করান স্প্যানিশ জায়ান্টদের অধিনায়ক। খেলার ধারার বিপরীতে গোল পায় মায়োর্কাও। দলটির হয়ে দুই গোলই করেন আন্তে বুদিমির।সব মিলিয়ে গোটা ম্যাচে অসাধারণ ফুটবল নৈপুণ্যের প্রদর্শনী দেখেছেন ফুটবলপ্রেমীরা। অবশ্য ম্যাচের আগেও ছিল উল্লেখযোগ্য মুহূর্ত। খেলা শুরু হয় মেসির জেতা ষষ্ঠ ব্যালন ডিঅর শিরোপা প্রদর্শনের মধ্য দিয়ে। এটি নিয়ে আসে তার ৩ ছেলে। এদিনই রেকর্ডের মুকুটে আরেকটি পালক যোগ করলেন তিনি। চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পেছনে ফেলে স্প্যানিশ লিগে সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ড করলেন আর্জেন্টাইন জাদুকর। এই জয়ে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে ফিরেছে বার্সা। দিনের অপর ম্যাচে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে অল্পক্ষণের জন্য চূড়ায় ওঠা রিয়াল মাদ্রিদ নেমে গেছে দুইয়ে। চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে গোল পার্থক্যে পিছিয়ে আছেন লস ব্লাঙ্কোরা। সূত্র: যুগান্তর আর/০৮:১৪/০৮ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/38jOW9a
December 08, 2019 at 03:43AM
08 Dec 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top