ইতালির জায়ান্ট জুভেন্টাস উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে জয় পেয়েছে। পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো আর আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েনের গোলে জার্মানির ক্লাব বায়ার লেভারকুজেনকে হারিয়েছে মাওরিসিও সারির দল। প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে জয় পাওয়া জুভিরা অপরাজিত থেকে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে উঠল। ডি গ্রুপের এই ম্যাচে ২-০ গোলে জিতেছে তুরিনের বুড়িরা। ঘরের মাঠে প্রথম দেখায় জার্মানির দলটিকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল জুভেন্টাস। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৭৫তম মিনিটে পাওলো দিবালার অ্যাসিস্ট থেকে গোল করেন রোনালদো। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হিগুয়েন। এবারো বলের যোগানদাতা দিবালা। গ্রুপের আরেক ম্যাচে লোকোমোতিভ মস্কোকে ঘরের মাঠে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে স্পেনের ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদ। ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে জুভিদের পয়েন্ট ১৬। আর গ্রুপ রানার্সআপ হওয়া অ্যাতলেতিকোর পয়েন্ট ১০। নকআউট পর্বের আগে বিদায় নেওয়া লেভারকুজেনের পয়েন্ট ৬ আর লোকোমোতিভের পয়েন্ট ৩। সূত্র: বাংলানিউজ আর/০৮:১৪/১২ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2E6eOrt
December 12, 2019 at 05:58AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top