মুম্বাই, ২৪ ডিসেম্বর - ভারতে নাগরিকত্ব সংশোধনী আইনকে কেন্দ্র করে প্রতিবাদ বিক্ষোভ শুরুর আগেই গোটা দেশ তোলপাড় হয়ে গিয়েছিল হায়দ্রাবাদের পশু চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও পুড়িয়ে মারার ঘটনায়। এই বিষয়ে সম্প্রতি নিজের মতামত জানিয়েছেন বলিউড অভিনেত্রী কাজল। একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে স্পষ্টবাদী নায়িকা বলেন, অন্তত মানুষ এখন ধর্ষণ নিয়ে খোলাখুলি কথা বলছেন। চোখ বন্ধ করে নেই। কিছু হয়নি এমন ভাব করছেন না। তার মতে, মানুষ এখন সাহস করে ধর্ষণের ঘটনার কথা পুলিশকে জানাচ্ছেন। আগের মতো ধামাচাপা দেয়া হচ্ছে না। অকপট কাজল আরও বলেন, এভাবে চললে ধীরে ধীরে সমাজ এবং মানুষের ভাবনা চিন্তায় একটা বড় বদল আসবে। যুগ যুগ ধরে আমাদের সমাজ পার্শিয়ালিটি করে এসেছে। কিন্তু ধীরে ধীরে বদল আসছে। আগে ধর্ষিতার পরিবার, মা-বাবাই অনেক ক্ষেত্রে তার পাশে দাঁড়াতেন না। সমাজে একঘরে হওয়ার ভয়ে চুপ থাকতেন। কিন্তু সেই দিন বদলেছে। মানুষ বুঝতে শিখেছে, এমন নারকীয় ঘটনায় কোনোভাবেই একটি মেয়ে দায়ী নয়। বেশ কিছুদিন বড় পর্দার বাইরে থাকলেও খুব শিগগির কাজলকে দেখা যাবে স্বামী অজয় দেবগণের সঙ্গে তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র ছবিতে। তানহাজী মালুসারের স্ত্রী সাবিত্রীবাঈয়ের চরিত্রে দেখা যাবে তাকে। সেখানে আরও আছেন সাইফ আলি খান। ২০২০ সালের ১০ জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি। এন এইচ, ২৪ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2F0oFzD
December 24, 2019 at 08:43AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন