চট্টগ্রাম, ২৫ ডিসেম্বর- গতরাতে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ১৮তম ম্যাচে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্সকে হারায় ৭ উইকেটে হারায় রাজশাহী রয়্যালস। রাজশাহীর জয়ের নায়ক ছিলেন অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। বল হাতে ৪ উইকেট নেয়ার পাশাপাশি ১৯ বলে অপরাজিত ২৮ রান করেন রাসেল। তবে দলের জয়ে অবদান ছিলো ওপেনার লিটন দাস ও আফিফ হোসেনের। দলকে ৫৩ বলে ৭৫ রানের সূচনা এনে দেন তারা। লিটন ৪৪ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৫৮ রান করেন। আফিফ করেন ১৮ বলে ২২ রান। এছাড়া বল হাতে ১টি উইকেটও নেন তিনি। তাই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটন-আফিফের প্রশংসা করলেন রাজশাহীর বিদেশী কোচ ইংল্যান্ডের ওয়াইজ শাহ। লিটন প্রসংগে শাহ বলেন, সে খুব ভালো ও মেধাবী ব্যাটসম্যান। জানে ম্যাচে তার কি কাজ করতে হয়। সে খুব ধীর স্থির ও কঠোর পরিশ্রম করে। তবে আরও কিছু রান করে, ৭০ করে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লে বেশি খুশি হতাম। পরিস্থিতির বুঝে নিজের সেরাটা খেলেছে সে। আমি খুব খুশি হব, যদি সে বাংলাদেশ জাতীয় দলে এই ধারাবাহিকতা ধরে রাখতে পারে। আফিফের প্রশংসা করে শাহ বলেন, আফিফ একজন তরুণ মেধাবী খেলোয়াড়। সে বল-ব্যাট করতে পারে, ফিল্ডিংও ভালো পারে। তাকে ধারাবাহিকতা ধরে রাখতে হবে। আরও ভালো পারফরমেন্স করতে হবে তাকে। তার কাছ থেকে বড় রান চাই। লিটনের সাথে বড় জুটি করেছে সে। ব্যাট হাতে বড় রানও করতে হবে আফিফকে। আর/০৮:১৪/২৫ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/39aRzLe
December 25, 2019 at 09:17AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top