নয়া দিল্লী, ১ জানুয়ারি- জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলের সঙ্গে তর্ক-বিতর্কের প্রায় এক মাস পর নিজের ভুল বুঝতে পেরেছেন ভারতের আরেক ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার। তাই হার্শার কাছে নিজে যেচে দুঃখপ্রকাশ করেছেন মাঞ্জরেকার। মূল ঘটনা গত মাসে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দিবারাত্রির টেস্ট চলাকালীন সময়ের। সে ম্যাচের তৃতীয় দিনের পর বিষেষজ্ঞ আলোচনায় হার্শার প্রতি কটু মন্তব্য করে নেটিজেনদের তোপের মুখে পড়েন মাঞ্জরেকার। কিন্তু তখন এ ব্যাপারে দুঃখপ্রকাশ করেননি তিনি। সেদিন হার্শা বলছিলেন, হয়তো সন্ধ্যার দিকে গোলাপি বল দেখতে সমস্যা হয় খেলোয়াড়দের। যে কারণে তারা স্বাভাবিক খেলাটা খেলতে পারছে না। তিনি বলেন, আমার মনে হয় সাদা সাইট স্ক্রিনের গোলাপি বল দেখার জন্য সমস্যার হয়ে থাকতে পারে। তাই ক্রিকেটারদের এ বিষয়ে জিজ্ঞেস করা উচিত। এ মন্তব্যের বিরোধিতা করে মাঞ্জরেকার বলেন, প্রথম দুই দিনে স্লিপ কর্ডনে যেভাবে কঠিন ক্যাচ ধরা হয়েছে, তাতে বল দেখতে সমস্যার প্রশ্নই ওঠে না। স্বাভাবিকভাবেই বল দেখার কথা তাদের। মাঞ্জরেকারের এমন মন্তব্যের পর হার্শা আবারও বলেন, আমার মনে হয় এক্ষেত্রে ক্রিকেটারদের জিজ্ঞেস করাই বুদ্ধিমানের কাজ। ঠিক তখনই আপত্তিকর মন্তব্য করে মাঞ্জরেকার। তিনি বলেন, আমাদের নয়, আপনার উচিত জিজ্ঞেস করা। কারণ আমরা এক-আধটু ক্রিকেট খেলেছি। এটা তো পরিষ্কার যে বল দেখতে কোনো সমস্যা হচ্ছে না। এমন আপত্তিকর মন্তব্যের পরেও অবশ্য স্বাভাবিকভাবেই এর জবাব দেন হার্শা। তিনি বলেন, শুধু ক্রিকেট খেলেছি মানেই নতুন কিছু জানব না, তা হতে পারে না। এমনটা হলে তো টি-টোয়েন্টি ক্রিকেটই আসত না। তবে ঘটনা সেখানেই শেষ হয়নি। হার্শা খুব স্বাভাবিকভাবে নিলেও, তার ভক্ত-সমর্থকরা প্রশ্নবাণে জর্জরিত করেন মাঞ্জরেকারকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ধুয়ে দেয়া হয় ভারতের সাবেক ক্রিকেটারকে। এহেন মন্তব্যের জন্য মাঞ্জরেকারের উচিৎ হার্শার কাছে ক্ষমা চাওয়া- এমনটাই ছিলো সকলের দাবী। তখন নিজের ভুল না বুঝলেও, মাসখানেক পর ঠিকই বুঝতে পেরেছেন মাঞ্জরেকার। তাই তো ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে দুঃখপ্রকাশ করেছেন নিজের অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য। মাঞ্জরেকার বলেন, সেই নির্দিষ্ট মুহূর্তে আমি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম এবং অপেশাদার আচরণ করেছিলাম। সেটা আমার ভুল ছিলো। এটা নিয়ে আমি অনুতপ্ত। এটা আমার ভুল ছিলো, যা আমাকে প্রতিনিয়ত তাড়িয়ে বেড়াচ্ছে যে আমি এতো আবেগাক্রান্ত হয়ে গিয়েছিলাম। তিনি আরও বলেন, অপেশাদার কাজ করায় এবং কিছু অংশে অভদ্রতা করায় আমি প্রথমেই প্রযোজকদের কাছে ক্ষমা চেয়েছিলাম। কারণ তখন আমি ভুল ছিলাম। যারা আমার বই পড়েছে, তারা জানে যে আমি সবসময় প্রোডাকশন হাউজে বলি ভালো ধারাভাষ্যকার নিতে। তারা কখনও ক্রিকেট খেলেছে কি না সেটা বড় বিষয় নয়। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/০১ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ZIq5YJ
January 01, 2020 at 05:35AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top